ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:বাংলাদেশ বর্তমানে উত্তাল। চট্টগ্রাম, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু নিপীড়নের ঘটনা প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ পুলিশ ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করলে সেখানে আরও অশান্তির সৃষ্টি হয়। এই উত্তাল পরিস্থিতির প্রভাব এপার বাংলাতেও পড়তে শুরু করেছে।
অপহৃত হয়ে ২৪ ঘণ্টা বিভীষিকায় কাটালেন সুনীল পাল, শেয়ার করলেন ভয়াবহ অভিজ্ঞতা
লিখিত আবেদন
মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে খ্যাতনামা সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান গাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের চলমান অশান্তির কারণে স্থানীয়রা এই অনুষ্ঠানের বিরোধিতা শুরু করেছে। মধ্যমগ্রামের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে দাবি করেছেন অনুষ্ঠানটি বাতিল করা হোক।আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলা মেলার প্রচারে জানানো হয়েছিল যে রেজওয়ানা চৌধুরী বন্যা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এরপরেই, “মধ্যগ্রাম নাগরিকবৃন্দ” নামক একটি দল এই অনুষ্ঠান বাতিলের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। তারা ফেসবুকে গ্রুপ তৈরি করে প্রতিবাদ জানিয়েছে এবং মেলার আয়োজকদের কাছে লিখিত আবেদন জানিয়েছে।
টিম কুকের অবসর, অ্যাপলের পরবর্তী সিইও কে হতে পারেন?
তাদের দাবি বাংলাদেশের চলমান অশান্তির পরিস্থিতি এবং হিন্দুদের উপর অত্যাচারের কারণে বাংলাদেশের কোনো শিল্পীকে এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না দেওয়া হোক। তাদের সাফ কথা “আগে দেশ, তারপর সব।” সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ দ্রুত ভাইরাল হয়েছে এবং অনেকেই একমত হয়ে এই দাবির পক্ষে সরব হয়েছেন।এছাড়া বাংলাদেশের ঢাকার BUET বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকাকে অবমাননা করার ঘটনায় ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের অনেক জনপ্রিয় ব্যক্তি যেমন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, রানা সরকার, এবং সৃজিত মুখোপাধ্যায়ও প্রতিবাদ করেছেন।