ব্যুরো নিউজ,২২ নভেম্বর:বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবার প্রভাব ফেলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। প্রতিবেশী দেশের সিনেমা ও প্রতিনিধিরা এবার উপস্থিত থাকছেন না। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) আগামী মাসের শুরুতেই শুরু হবে। তবে এবার কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনও ছবি প্রদর্শিত হবে না।এটি দুই বাংলার সাংস্কৃতিক মহলে একটি বড় ধাক্কা।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিপুল অর্থ সংগ্রহের রহস্যঃ আরজি কর প্রাক্তনীদের বিরুদ্ধে অভিযোগ
বড় ধাক্কা
কেআইএফএফ-এর চেয়ারম্যান গৌতম ঘোষ জানিয়েছেন, এটি কলকাতা চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রথমবার, যখন বাংলাদেশি ছবি প্রদর্শন করা হবে না। তিনি পিটিআই সংবাদ সংস্থাকে জানান, এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। ভিসা জটিলতা এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবিগুলি প্রদর্শন সম্ভব হয়নি। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে কোনও ছবি উৎসবে অংশ নিতে পারছে না।গত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে। ২০২২ সালে, “কুরা পাখির শুন্যে উরা” ছবিটি উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং সেরা পুরস্কার “গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার” জিতেছিল। এছাড়া, “নোনা পানির কবিতা” ও “ডিয়ার মালোতি” ছবিও উৎসবে প্রদর্শিত হয়েছিল। তবে, এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবির অন্তর্ভুক্তি হয়নি।
আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে দিল্লি হাই কোর্টে বড় ধাক্কা, ২০ ডিসেম্বর পরবর্তী শুনানি
এছাড়া, ভিসা জটিলতার কারণে এবারের উৎসবে বাংলাদেশের অতিথিরাও উপস্থিত থাকতে পারবেন না। বিভিন্ন সেশন ও কর্মশালায় বাংলাদেশের প্যানেলিস্টদের উপস্থিতি না থাকার কারণে, এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের পরিবেশ অনেকটাই বদলে গেছে।এ বিষয়ে পরিচালক গৌতম ঘোষ আশাবাদী যে, পরবর্তী বছর পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বাংলাদেশের চলচ্চিত্র ও প্রতিনিধিরা আবারও উৎসবে অংশ নিতে পারবেন।