ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গকে কেন্দ্র করে বিজেপি নেতা তথাগত রায় সোচ্চার হয়েছেন। ভারতের নীরবতা এবং বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তথাগত রায় লিখেছেন, ‘হিন্দুদের মরতে দিন, তাদের শাস্তি পেতে দিন, আর আমরা বাণিজ্য, যাতায়াত ও পর্যটন চালিয়ে যাব? এর একটা ব্যাখ্যা চাই।’
চিনের সঙ্গে নেপালের পূর্ণ চুক্তি, বিআরআই প্রকল্পে ভারতের এড়িয়ে যাওয়ার ইঙ্গিত
আলোচনার কেন্দ্রবিন্দু
এই প্রসঙ্গে একজন মন্তব্য করেন ‘সব ধরনের বাণিজ্য বন্ধ করা উচিত। মেডিক্যাল ক্ষেত্রে ছাত্রদের প্রোগ্রামও বন্ধ করতে হবে। হিন্দুদের জীবন বাণিজ্যের অংশ হতে পারে না।’ অপর একজন মন্তব্য করেন ‘৪৭ সাল থেকে বাঙালি হিন্দুদের দাবিগুলিকে অবহেলা করা হয়েছে। কেন্দ্রের নিষ্ক্রিয়তায় আমরা অসহায়।’ তথাগত রায় আরও লিখেছেন ‘বাংলাদেশে হিন্দুদের উপর যে অমানবিক নির্যাতন চলছে, তা নিয়ে ভারতের নীরবতা দুঃখজনক। তবে মোদীজির বিকল্প কী? আমরা চাই সেই ২০০২ সালের গুজরাটের মোদী ফিরে আসুন।’
তালিবান সরকারের নয়া সিদ্ধান্তে আফগান নারীদের ভবিষ্যৎ অন্ধকার, রশিদ-নবি ফুঁসছেন ক্ষোভে
এই ইস্যুতে বিজেপি কর্মীদের একাংশও রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিজেপি বিধায়ক অসীম সরকার মন্তব্য করেছেন ‘সব বাংলাদেশি মুসলিমদের ওপারে পাঠিয়ে এবং হিন্দুদের ভারতে নিয়ে আসা উচিত।বাংলাদেশ থেকে উগ্রপন্থীরা এদেশে এসে লাভ জিহাদ ছড়াচ্ছে।’ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে বিজেপি একাধিকবার কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানের দাবি জানিয়েছে। তবে ভারতের তরফে কূটনৈতিক ভারসাম্যের কারণেই হয়তো এখনও সরাসরি কোনও পদক্ষেপ দেখা যায়নি। তথাগত রায়ের মতো বর্ষীয়ান নেতার এই মন্তব্য ইস্যুটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।