bangla-movie-show-reduction-srijit-reaction

ব্যুরো নিউজ,১২ অক্টোবর:৮ অক্টোবর পুজোর ঠিক মুখে মুক্তি পেয়েছে তিনটি বাংলা ছবি—’টেক্কা’, ‘বহুরূপী’ এবং ‘শাস্ত্রী’। প্রথম থেকেই বক্স অফিসে টেক্কা এবং বহুরূপীর মধ্যে জমেছে টক্কর। কিন্তু ১১ অক্টোবর আলিয়া ভাটের ‘জিগরা’ এবং রাজকুমার রাওয়ের ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো’র মুক্তির পরই বাংলার সিনেমাগুলোর শো সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

ধর্মতলায় ‘দ্রোহের উৎসব’, জুনিয়র ডাক্তারদের পাশে অসংখ্য মানুষের ভিড়

দর্শক ও নির্মাতাদের মধ্যে ক্ষোভ

৮ অক্টোবর যখন তিনটি সিনেমা মুক্তি পায়, তখন টেক্কা পেয়েছিল ১২৯ টি শো ৪৭টি সিনেমা হলে, এবং বহুরূপী ১৫৫ টি শো ৫০টি সিনেমা হলে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ৯ অক্টোবর তিনটি সিনেমারই শো সংখ্যা বেড়ে যায়—টেক্কা ১৪৬, বহুরূপী ১৭৬ এবং শাস্ত্রী ৬৩ শো পায়।১০ অক্টোবর দর্শকদের মধ্যে আগ্রহ দেখে টেক্কা ও বহুরূপীর শো সংখ্যা আরও বাড়ানো হয়। টেক্কা পায় ১৫২ শো এবং বহুরূপী পায় ১৮১ টি শো। তবে শাস্ত্রীর শো সংখ্যা কমে ৬০ হয়।

দশভুজার হাতে পরিবেশ বাঁচানোর ১০ বার্তা যেন এক ব্যতিক্রমী দুর্গোৎসব

কিন্তু ১১ অক্টোবর, যখন ‘জিগরা’ এবং ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো’ মুক্তি পায়, তখন হঠাৎ করেই বাংলার তিনটি ছবির শো সংখ্যা কমে যায়। এই দিন টেক্কা ৪৮টি সিনেমা হলে ১২২ শো পায়, বহুরূপী ৫০টি সিনেমা হলে ১৪৫ শো এবং শাস্ত্রী ৩৫টি সিনেমা হলে মাত্র ৩৯ শো পায়। অপরদিকে, ‘জিগরা’ ৩৭টি সিনেমা হলে ১৪৬ শো এবং ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো’ ৩৯টি সিনেমা হলে ১৬৯ শো পায়, যা সবথেকে বেশি।এই ঘটনার পর সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, “পারফর্মিং দুটো ছবি শো কেটে হিন্দি ফিল্মে।” এই সমস্যা নতুন নয়; আগেও বাংলা ছবিগুলি বক্স অফিসে ভালো চললেও হিন্দি ছবির কারণে শো হারিয়েছে। বাংলা সিনেমার জন্য এ ধরনের পরিস্থিতি নিয়ে দর্শক ও নির্মাতাদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর