গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা

ব্যুরো নিউজ ২৬ অক্টোবর : পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আগামী এক বছরের জন্য গুটখা এবং তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগঃ সিবিআইয়ের চিঠি স্বাস্থ্য দফতরকে 

কি কারনে এই পদক্ষেপ ?

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, স্বাস্থ্য দফতর থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়, ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি, ২০১১’-এর বিভিন্ন ধারার অধীনে বিক্রয় নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ বিধি অনুসরণ করেই এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০০৬ সালের কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও গুণমান আইন অনুযায়ী তামাক ও নিকোটিনযুক্ত পদার্থগুলো ক্ষতিকারক বলে চিহ্নিত। সেই ভিত্তিতেই ক্রয় ও বিক্রয়ে বাধা জারি করা হয়েছে।

স্বাতী নক্ষত্রে সূর্যের প্রবেশে ছয় রাশির জন্য আশীর্বাদ কর্ম, আয় ও খ্যাতি লাভের সম্ভাবনা

গুটখা ও তামাকজাত পান মশলার উপর এই নিষেধাজ্ঞা দেশের বিভিন্ন রাজ্যে বহু বছর ধরেই রয়েছে। প্রায় এক দশক আগে পশ্চিমবঙ্গেও তামাকজাত দ্রব্যের উৎপাদন ও বিক্রিতে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর থেকে রাজ্যে এই নিষেধাজ্ঞার সময়সীমা নিয়মিতভাবে বাড়ানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর