বালুরঘাটে

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর :বালুরঘাটের একটি সরকারি হোম থেকে উদ্ধার হল ১৬ বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ওই হোমে। খবর অনুযায়ী, শৌচাগারের মধ্যে থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয় যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত কিশোরের নাম জানা না গেলেও তিনি প্রায় ৯ বছর ধরে এই হোমে আবাসিত ছিলেন।

ধনতেরাসের পর সোনার বাজারে নতুন উদ্বেগঃ দামে রেকর্ড বৃদ্ধি

ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন

সরকারের উদ্যোগে আলুর দাম সস্তা হওয়ার সম্ভাবনা, ব্যবসায়ীরাও দিলেন সম্মতি

স্থানীয় পুলিশ ও অতিরিক্ত জেলা শাসক হরিশ রসিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে কেন সে এভাবে প্রাণ দিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গেছে, ওই হোমে ১৮ বছরের নিচে নাবালকদের রাখা হয় এবং বর্তমানে সেখানে প্রায় ৫০ জন আবাসিক রয়েছে। এদের মধ্যে ৫-৬ জন বাংলাদেশিও আছে। পুলিশ হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যাতে ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। হোমে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও এর মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, গোডাউনে বন্দি শ্রমিকদের মর্মান্তিক পরিণতি

মৃত কিশোর ২০১৫ সালে মালদা থেকে উদ্ধার হয়ে এখানে আনা হয়েছিল তার কোনও পরিচয় পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, ওই কিশোর দিনের বেলায় অন্যান্য আবাসিকদের সঙ্গে খেলাধুলা করছিল। কিন্তু পরবর্তীতে কেন এই ঘটনা ঘটল তা তদন্তের বিষয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর