ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : বুধবার বালির নিশ্চিন্দা থানার পূর্ব আনন্দনগর এলাকায় তিন বছরের শিশু মোহিত সিংহ বাড়ির পাশেই খেলছিল। বাড়ির ভিতর থেকে ছেলের গলার আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু কিছু সময় পরেই ছেলের কোনো শব্দ না শুনে তিনি সন্দেহ করেন। বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করেন পূজা এবং পরে অদূরে থাকা পরিত্যক্ত পাতকুয়োর সামনে গিয়ে দেখেন জল নড়ছে।
স্কুলের ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা?
দমকলকর্মীদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়
সন্দেহ হওয়ার পর তিনি দ্রুত প্রতিবেশীদের বিষয়টি জানান।পূজা বুঝতে পারেন যে ছেলের চটি ওই পাতকুয়োর কাছে পড়েছে এবং কিছুটা এগিয়ে গিয়ে দেখেন পাতকুয়োর জল নড়ছে। এরপর তিনি পুলিশকে খবর দেন এবং ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও দমকল বাহিনী। পাতকুয়োটি প্রায় পুরোটাই জলে ভর্তি ছিল এবং গভীরতার কারণে শিশুটি সেখানে পড়েছিল কিনা তা বোঝা যাচ্ছিল না। জল কমানোর জন্য প্রথমে ছোট পাম্প দিয়ে জল তোলার চেষ্টা করা হয় কিন্তু তাতে কাজ হচ্ছিল না। পরে বড় পাম্প দিয়ে জল তোলার কাজ শুরু হয়। একসময় বোঝা যায় পাতকুয়োর গভীরতা অনেক বেশি এবং সেখানে দুর্গন্ধ ও গ্যাসও ছিল।ঘণ্টা দেড়েক পরে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি ঘটনাস্থলে এসে পাতকুয়োয় নামেন। দমকলকর্মীদের সহযোগিতায় দুপুর ২টোর সময় শিশুটিকে উদ্ধার করা হয়।
হুমায়ুন কবীরের ভুল স্বীকারঃ সুর নরম তৃণমূল বিধায়কের
উদ্ধার করার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মোহিতের মৃত্যুতে পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েছে।এলাকার পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল জানিয়েছেন এলাকায় খোলা পাতকুয়ো না রাখার জন্য পঞ্চায়েতের তরফে বারবার প্রচার করা হয়েছে। তবে কীভাবে এই পরিত্যক্ত পাতকুয়োটি খোলা অবস্থায় ছিল তা তদন্ত করা হচ্ছে।