baban-shinde-arrested-fraud

ব্যুরো নিউজ,২৮ সেপ্টেম্বর:মুম্বাই পুলিশের দীর্ঘদিনের খোঁজ শেষ হলো। তারা অবশেষে গ্রেফতার করল বাবন বিশ্বনাথ শিন্ডেকে।তিনি ৩০০ কোটি টাকা তছরূপের অভিযোগের সাথে জড়িত। এই অভিযুক্তকে উত্তরপ্রদেশের মথুরা-বৃন্দাবনের কৃষ্ণগোপাল মন্দিরের কাছে একটি ঘর থেকে আটক করা হয়।

উলুবেড়িয়ায় শ্রমিক অসন্তোষঃ ল্যাডলো জুট মিল বন্ধের নোটিস

সাধুর ছদ্মবেশ ধারণ

পুলিশের তদন্তে জানা যায়, বাবন সাধুর ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে ছিল। মন্দিরের কাছে একটি ঘরে সে গা ঢাকা দিয়েছিল এবং ভেবেছিল যে, কেউ তাকে চিনতে পারবে না। তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার অবস্থান সনাক্ত করে।মথুরার সুপারিন্টেডেন্ট অফ পুলিশ, অরবিন্দ কুমার জানিয়েছেন, বাবনের বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি বলেন, “বাবন শিন্ডে সাধুর বেশে লুকিয়ে ছিল, তবে আমরা তাকে গ্রেফতার করেছি।”তবাবন শিন্ডে আসলে মহারাষ্ট্রের বিড জেলার বাসিন্দা। তিনি একটি ব্যাঙ্কের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছিলেন। তার বিরুদ্ধে অন্তত ৫টি প্রতারণার মামলা ছিল।

তামিলনাড়ুর এটিএম ডাকাতির ঘটনাঃপুলিশের সঙ্গে গুলির লড়াই

পুলিশের দীর্ঘ অনুসন্ধানের পর, গত ২৪শে সেপ্টেম্বর বাবনকে গ্রেফতার করা হয়।মহারাষ্ট্রের ক্রামই ব্রাঞ্চ থেকে বাবনের সম্পর্কে তথ্য পাওয়ার পর, বৃন্দাবন ও শিবাজি নগর পুলিশের যৌথ অভিযানে বাবনের অবস্থান নিশ্চিত করা হয়। বর্তমানে মহারাষ্ট্র পুলিশ তাকে হেফাজতে নিয়ে জেরা করছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর