রাশিয়ার গুলিতেই ভেঙে পড়েছিল আজ়ারবাইজানের বিমান

ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব রোবিবার দাবি করেছেন, গত ২৫ ডিসেম্বর কাজ়াখস্তানের আকতু শহরে ভেঙে পড়া আজ়ারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়ার ছোড়া গুলির কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর মতে, রাশিয়া এই দুর্ঘটনার প্রকৃত কারণ আড়াল করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, মস্কো যে ব্যাখ্যা দিচ্ছে, তা আসলে তাদের দোষ ঢাকার প্রয়াস।ঘটনাটি ঘটে গত ২৫ ডিসেম্বর, যখন আজ়ারবাইজান থেকে রাশিয়া যাচ্ছিল একটি যাত্রিবাহী বিমান, যার গন্তব্য ছিল গ্রজ়নি। কিন্তু বিমানটি রাশিয়ার আকাশসীমায় প্রবেশের আগেই কাজ়াখস্তানে ভেঙে পড়ে।

সংবিধান বদলানোর দাবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’

দায়ী কে?

বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিল, এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। ইলহাম অলিয়েব জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা গুলির আঘাতে বিমানটি ভেঙে পড়েছিল এবং রাশিয়াকেই এর দায় স্বীকার করতে হবে।এদিকে, বিমান দুর্ঘটনার পরে বেশ কিছু তত্ত্ব উঠে আসে। প্রথম তত্ত্বটি ছিল, পাখির ঝাঁকের সঙ্গে বিমানটির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। দ্বিতীয় তত্ত্ব অনুসারে, রাশিয়া ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে আজ়ারবাইজানের বিমানে গুলি চালিয়েছে। এই পরিস্থিতিতে, আজ়ারবাইজান এয়ারলাইন্স জানায়, বিমানটির ভাঙনের কারণ ছিল ‘বহিরাগত এবং প্রযুক্তিগত হস্তক্ষেপ’, যার মানে রাশিয়ার হামলা হতে পারে।রাশিয়া যদিও এই দুর্ঘটনা নিয়ে একাধিক মন্তব্য করেছে, তবে তারা স্পষ্টভাবে গুলির সঙ্গে বিমানটির সম্পর্ক অস্বীকার করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধের নক্ষত্র পরিবর্তনঃ কোন কোন রাশির জন্য শুভ সংবাদ রয়েছে জেনে নিন

তবে পুতিন দাবি করেছেন যে, ইউক্রেনের আকাশযানগুলি রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল, এবং সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে আজ়ারবাইজানের বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে।তবে, ঘটনাস্থলের কিছু ফুটেজে বিমানটির গায়ে গুলির ছিদ্র দেখা গেছে, যা অনেকের মতে, এই দুর্ঘটনার পেছনে রাশিয়ার গুলির হাত রয়েছে। রুশ বাহিনী আগেও ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গুলি চালিয়েছিল, এবং সেখানকার পরিস্থিতি একই রকম হতে পারে বলে ধারণা করছেন অনেকে।এখনও পর্যন্ত, রাশিয়া এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার করেনি, এবং আজ়ারবাইজান এর দায় রাশিয়াকেই চাপাচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর