অসুস্থ অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস অসুস্থ হয়ে পড়েছেন। তাকে লখনৌ-এর সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এসজিপিজিআই)-এ ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণঃ তিনি নাকি মা কালীর রূপ!

কি হয়েছিল?

আচার্য সত্যেন্দ্র দাসের বয়স হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এই পরিস্থিতিতে তার ব্রেন স্ট্রোক হওয়ায় শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক বলেই মনে করছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উড়িষ্যার কাছ থেকে শিক্ষা নেবে কি মমতা ব্যানার্জি?

আচার্য সত্যেন্দ্র দাস রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকেই রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করে আসছেন। তার অসুস্থতার খবরে অযোধ্যা সহ গোটা দেশেই উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর