ব্যুরো নিউজ,১৩ ফেব্রুয়ারি:অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন আচার্য সত্যেন্দ্র দাস। তিনি ৮৫ বছর বয়সে ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার লখনউ PGI-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অস্থায়ী রাম মন্দিরের পুরোহিত
আচার্য সত্যেন্দ্র দাস ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে অস্থায়ী রাম মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত ছিলেন। এমনকি রাম মন্দির তৈরি হওয়ার পরেও তিনি প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেছেন।
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এক শোক প্রকাশ করেন।
রাম মন্দির নির্মাণে এবং রাম জন্মভূমি আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য।