ব্যুরো নিউজ, ১৬ জুন: সংসারে টানাটানি থেকে মুক্তি পেটে অনেকেই ঋণ নিয়ে থাকেন। অথবা আচমকা আসা অর্থ সংকটেও অনেকেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কিন্তু সেই বড় অঙ্কের অর্থ সুদ-সহ মেটাতে কালখাম ছোটে। ফলে সেই ঋণ মেটাতে ফের আরেক ঋণ। এই ভাবে একের পর এক ঋণের বোঝা নিয়ে জীবন একেবারে দুর্বিষহ! এই সংকট থেকে মুক্তি পেতে মেনে চলুন এই জ্যোতিষ টোটকা। দুর্দান্ত ইন্টারভিউ দেওয়ার পরেও নেট রেজাল্ট ‘০’! মেনে চলুন এই টোটকা, সাফল্য আসবে হাতের মুঠোয় বৈদিক জ্যোতিষ মতে অর্জুন গাছের ছাল ব্যবহারে ঋণ থেকে মুক্তি পেতে পেরেন।
অর্জুন গাছের ছাল কীভাবে ব্যবহার করবেন?
অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়ে ঠাকুরের আসনে রাখুন। মা লক্ষ্মীর কাছেও নিবেদন করতে পারেন। পুজোর পরে লাল কাপড় সমেত ওই অর্জুন গাছের ছাল নদীর জলে ভাসিয়ে দিন।
অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দিন তা লাল কাপড়ে মুড়ে আলমারি বা লকারে রেখে দিন। যেখানে অর্থ রাখেন সেখানেও রাখতে পারেন।
সন্ধেবেলা সন্ধ্যা পুজ দিয়ে কর্পূরের সঙ্গে অর্জুন গাছের ছালও একসঙ্গে জ্বালান। এর ফলে বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে। সঙ্গে ঋণের কালো ছায়া থেকে মুক্তি পাবেন।
ব্যবসায় বারবার আর্থিক ক্ষতি হলে, অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়ে গলায় পড়ুন। এতে ব্যবসায় অর্থ লাভ হবে।