astrology tips

ব্যুরো নিউজ, ১৫ জুন: বহু জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, ফাটাফাটি ইন্টারভিউ হওয়ার পরেও চাকরির ফাইনাল কল আসছে না। ভাবছেন কোথায় কি মিসটেক, যার জন্য হাতছাড়া হল দুর্দান্ত চাকরির অফার। তবে এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভুল বা ত্রুটি কোনটাই আপনার নয়। জ্যোতিষ মতে, অনেক সময় গ্রহের ফেরে চাকরিতে বাধা আসে। কিন্তু এই জ্যোতিষ টোটকাগুলি মেনে চললে কাটবে আপনার বাধা।

পার্সে রাখুন এই জিনিস, ফল পাবেন রাতারাতি!

একের পর এক ইন্টারভিউ দিয়েও কোনও লাভ হচ্ছে না। কোনও না কোনও কারণে বাদ পড়ছেন। মেনে চলুন এই টোটকাগুলি…

সব রাশির জাতক-জাতিকার জন্য শুভ রং আছে। তাই আপনার রাশি অনুযায়ী শুভ রংয়ের পোশাক পড়ে ইন্টারভিউ দিতে যান।

এছাড়া হলুদ রংয়ের পোশাকও পড়ে ইন্টারভিউ দিতে পারেন। যে কোনও কাজে হলুদ খুব শুভ বলেই মনে করা হয়। মনে করা হয় হলুদ রং সৌভাগ্য নিয়ে আসে।

হলুদ রংয়ের পোশাক পরা সম্ভব না হলে, হলুদ বা সোনালী রঙের কাপড় সঙ্গে রাখুন। এই রঙের রুমাল বা কাপড়ের টুকরো ব্যাগে রেখে দিন।

প্রতি বৃহস্পতি ও রবিবার গোরুকে শস্যদানা ও জল খাওয়ান। গোরুকে ঘাসও খাওয়াতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে, গোরুকে ঘাস খাওয়ালে পূণ্য লাভ হয়। জীবনের সকল বাধা কেটে যায়।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর