astro-tips

শর্মিলা চন্দ্র, ৩০ মে : ফেং শুই মতে বাড়িতে এমন কয়েকটি জিনিস রাখা ভালো যা আপনার জীবনের উন্নতি বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতেও উপকারী। এই জিনিসগুলি আপনার বাড়ির নানা রকম অশুভ শক্তিকে যেমন দূর করবে তেমনই পজিটিভ এনার্জি নিয়ে আসবে। আসুন দেখে নেওয়া যাক সেই জিনিসগুলি কী কী-

হাতে তামা পড়লে প্রতিপত্তি উপচে পড়বে এই ৩ রাশির জাতক-জাতিকাদের, আপনিও কি আছেন?

নেগেটিভ এনার্জি দূর করে বাড়িতে পজিটিভ এনার্জি আনবে

১) বাড়িতে লাফিং বুদ্ধা রাখলে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার বাড়িতে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে তাও দূর হয়। লাফিং বুদ্ধা সৌভাগ্যের প্রতীক। তাই এটি বাড়িতে রাখা শুভ। এর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে।

২) ব্যবসা বা কেরিয়ারে উন্নতি না হলে বাড়িতে ঘোড়ার মূর্তি রাখা যেতে পারে। এতে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার পাশাপাশি পরিবারে সুখ-সমৃদ্ধিও ঘটে।

৩) বাড়িতে ধাতু বা মাটির কচ্ছপ রাখলে সমস্ত ধরনের দোষ দূর হয়। আর্থিক লোকসান ও ব্যবসায় মন্দা চললেও কচ্ছপ রাখতে পারেন। তবে এটি রাখার কিছু নিয়ম রয়েছে। একটি পাত্রে জল ভরে কচ্ছপ রাখা উচিত। কচ্ছপের মুখ থাকবে বাড়ির ভিতরের দিকে। এর ফলে নানান দোষ দূর হওয়ার পাশাপাশি রোগমুক্তিও ঘটবে।

৪) ফেঙ শুইতে বাঁশের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে বাঁশের চারাগাছ রাখলে সুখ, সমৃদ্ধি, ধন বৃদ্ধি হয়। এর প্রভাবে আয়ুর বৃদ্ধি ঘটে বলেও মনে করা হয়।

৫) আর্থিক সমস্যা দূর করতে বাড়িতে পিরামিড স্থাপন করুন। ফলে বাড়ির নেতিবাচক শক্তি যেমন দূর হয় তেমনই ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সেক্ষেত্রে বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখা উচিত।

৬) পরিবারে কোনও কারণে অশান্তি হলে ঘণ্টি টাঙিয়ে রাখতে পারেন। এর শব্দ মধুর এবং আনন্দের আগমন ঘটাতে সহায়ক। বাড়ির প্রবেশদ্বার বা জানালায় ঘণ্টি টাঙিয়ে রাখুন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর