বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধের ঘোষণা অসমের ব্যবসায়ীদের

ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত অত্যাচার এবং ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়ে প্রতিবাদ জানিয়েছে অসমের ব্যবসায়ী সম্প্রদায়। শ্রীভূমি জেলার প্রায় ৫০০ ব্যবসায়ী সোমবার একটি জমায়েতে অংশ নিয়ে বাংলাদেশি পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানান। তারা ঘোষণা করেন বাংলাদেশের সাথে তারা আর কোনও ব্যবসা করবেন না। তারা বাংলাদেশ থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের অন্দরে প্রথম ও শেষ কথা তিনিই, স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমদানি বা রফতানি করবেন না


এদিনের এই প্রতিবাদ সমাবেশে শ্রীভূমি শহরের এক জায়গায় একত্রিত হয়েছিলেন ব্যবসায়ীরা।প্রতিবাদকারীরা জানান, তারা যে পণ্যগুলো পুড়িয়েছেন, সেগুলি আগেই বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয়েছিল। করিমগঞ্জ জেলা রফতানি-আমদানি কো-অর্ডিনেশন কমিটির সদস্য অমরেশ রায় জানান বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলা হামলা এবং ভারতকে নিয়ে অবমাননাকর মন্তব্য তাদের এই প্রতিবাদের কারণ। তিনি বলেন বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে অযথা কথা বলছে, এমনকি আমাদের জাতীয় পতাকারও অবমাননা করেছে। আমরা এটা সহ্য করতে পারি না।অমরেশ আরও জানান, শ্রীভূমিতে অনেক ব্যবসায়ী সংগঠন রয়েছে এবং তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি যতদিন না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তারা ততদিন বাংলাদেশি পণ্য আমদানি বা রফতানি করবেন না।

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে নিরাপত্তা ভঙ্গ, তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশে

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে ১৩টি স্থলবন্দর এবং ৪টি জলবন্দর রয়েছে, যেগুলি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালানোর জন্য ব্যবহৃত হয়। শ্রীভূমির সুতরখান্ডি স্থলবন্দরটি এই বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশ থেকে রফতানি করা হয় কাঠের আসবাব, প্লাস্টিক পণ্য, সিমেন্ট, মাছ, আচার, সফট ড্রিংকস, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য পণ্য। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারত থেকে বাংলাদেশের দিকে রফতানি করা হয় কয়লা, পাথর, আদা, পেঁয়াজ, চাল এবং শুকনো লঙ্কা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর