অসিত মজুমদারের কাছে বকা খেলেন দিদিমণি

ব্যুরো নিউজ,২১ নভেম্বর:২০ নভেম্বর হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে সঙ্গে নিয়ে দেবীপুর এলাকায় জনসংযোগ শুরু করেন। এই সময়, বিধায়ক স্থানীয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন। এর মধ্যে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে যাওয়া একটি ঘটনা তাকে ক্ষুব্ধ করে তোলে। অভিযোগ, এক শিশু দেরি করে স্কুলে যাওয়ায় অঙ্গনওয়াড়ি দিদিমণি তাকে বকাঝকা করেছিলেন।তারপর থেকে সেই শিশু স্কুলে যায়নি এবং খাবারও পায়নি। প্রায় পাঁচ মাস ওই শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায়নি।

উত্তরপ্রদেশ উপনির্বাচনে সপা’র অভিযোগের পাহাড়, ৫ পুলিশ আধিকারিক সাসপেন্ড!

আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব


এ ঘটনার পর বিধায়ক অসিত মজুমদার দ্রুত ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান এবং সেখানে দিদিমণি স্বর্ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানতে পারেন, দিদিমণি নিজেই দেরি করে পৌঁছেছেন এবং সেই কারণে বিধায়ক তাকে ধমক দেন। বিধায়ক বলেন, ‘আপনি যদি দেরি করে আসেন, তাহলে আজ হাজিরার খাতায় সই করতে পারবেন না।’ তিনি আরও বলেন, ‘আপনি কেন বাচ্চার বাড়ি গিয়ে তাকে নিয়ে আসেননি? আপনি যদি এমন আচরণ করেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব।’

রাজ্য পুলিশের বদলি প্রক্রিয়ায় নতুন নির্দেশিকাঃ এখন অনলাইনে আবেদন, কোন তদ্বির আর নয়

এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশও দিদিমণির বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকেন। তবে দিদিমণি দাবি করেন, বিধায়ক তার প্রতি অভিভাবকের মতোই আচরণ করেছেন এবং শাসন করেছেন।এদিন, বিধায়ক ইটখোলা গ্রামে জনসংযোগ করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন। এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। বিধায়ক তাদের আশ্বাস দেন যে, দ্রুত কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর