ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক আগে, আম আদমি পার্টির (AAP) জন্য বড় একটি বিপর্যয় ঘটেছে। একসঙ্গে ৭ জন বিধায়ক পদত্যাগ করেছেন। পদত্যাগী বিধায়কের তালিকায় রয়েছেন নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদন লাল, পবন শর্মা, ভাবনা গৌড় এবং বিএস জুন। এই বিধায়কদের মধ্যে কেউই এবারের নির্বাচনে দলের টিকিট পাননি, ফলে টিকিট না পাওয়ায় তাদের দলত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটি স্পষ্ট হয়নি।
দিল্লী ভোটের আগে যমুনা নদী ইস্যুতে কেজরিওয়ালকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির
চিঠিতে কি লিখেছেন?
ভাবনা গৌড়, একজন পদত্যাগী বিধায়ক, তাঁর চিঠিতে লিখেছেন, “দল ও আপনার প্রতি বিশ্বাস হারিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।” আরও অনেকে জানিয়েছেন, আম আদমি পার্টির নীতি থেকে সরে গিয়ে দলটি দুর্নীতিগ্রস্ত হয়েছে। তাঁরা বলেন, যে নীতি নিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল, তা এখন আর নেই। এমনকি কেজরিওয়ালকেও উদ্দেশ্য করে তাদের অভিযোগ, তিনি দুর্নীতি রোধ করতে না পেরে নিজেই সেই দুর্নীতির জালে জড়িয়ে গেছেন।
পদত্যাগী বিধায়কের আরও অভিযোগ, কেজরিওয়াল দলের প্রতিশ্রুতিগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাঁরা বলেন, আপ থেকে আর কিছু পাওয়ার নেই এবং দলও তাদের কোনো সুযোগ দিতে পারবে না। তাই বাধ্য হয়েই তাদের দলত্যাগ করতে হয়েছে।
কেজরিওয়াল এখন একাধিক সমস্যা নিয়ে লড়াই করছেন। তার উপর বিজেপি প্রায় প্রতিদিনই তাকে নতুন নতুন অভিযোগে ঘিরে চাপ সৃষ্টি করছে। এবার ঘরেই একগুচ্ছ বিধায়ক দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, যা নিঃসন্দেহে কেজরিওয়ালের মাথাব্যথা আরও বাড়িয়ে দিয়েছে।