ব্যুরো নিউজ,২২ নভেম্বর:প্রায় আড়াই বছর পর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম ধৃত এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি ফিরলেন।তিনি দু’দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।বুধবার তার মায়ের মৃত্যু হয় বেলঘরিয়ায় তার বাড়িতে, এবং মায়ের শেষকৃত্য এবং পারলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণের জন্য আদালত তার প্যারোল মঞ্জুর করে।তবে, দু’দিন পর তাকে আবার জেলে ফিরতে হবে।
এবার ভোটার তালিকায় জারোয়া জনগোষ্ঠী, গণতন্ত্রে যোগ দিল আন্দামানের প্রাচীন জনগণ
প্রায় আড়াই বছর ধরে জেলে
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার দেওয়ানপাড়ার বাসিন্দা অর্পিতার মা কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।অর্পিতা মায়ের মৃত্যুর খবর পেয়ে আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন এবং আদালত তার প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।২০২২ সালের ২৩ জুলাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন অর্পিতা। ইডি তার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ২১ কোটি ৯০ লাখ টাকা, বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাসহ আরও মূল্যবান সম্পদ উদ্ধার করে। এরপরই তাকে গ্রেফতার করা হয় এবং প্রায় আড়াই বছর ধরে জেলে রয়েছেন তিনি।
গৌতম আদানি এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘুষ কাণ্ডে নতুন অভিযোগ, আমেরিকার আদালতে মামলা
অর্পিতার বিরুদ্ধে আরও একাধিক অভিযানে, বিশেষ করে ২৭ জুলাই, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৭ কোটি ৯০ লাখ টাকা এবং সোনার গয়নাও উদ্ধার করা হয়। এই সমস্ত অর্থের সাথে নিয়োগ দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে ইডির দাবি।মায়ের মৃত্যুর পর অর্পিতা বৃহস্পতিবার রাতে তার বাড়িতে পৌঁছান। তার পরনে ছিল হলুদ সালোয়ার-কামিজ এবং মুখ ছিল সাদা মাস্কে ঢাকা। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও তিনি তেমন কিছু বলতে চাননি। মহিলা পুলিশকর্মীরা তাকে তার বাড়িতে পৌঁছে দেন।