ব্যুরো নিউজ,৩ জানুয়ারি:২০২৫ সালের শুরুতেই বিয়ের পিড়িতে বসেছেন গায়ক অরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক এবার বাঁধা পড়ল সাত পাকে। ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে সুখবরটি সবার সঙ্গে ভাগ করেছেন নবদম্পতি। বলিউডের বিয়েতে বর-কনের পোশাক এবং বিয়ের উৎসব নিয়ে সাধারণত অনেক আলোচনা হয়, তবে এ বছর বিয়ের ফ্যাশনে বিশেষ নজর কাড়েছে কিছু নতুন ট্রেন্ড।
শাহরুখ-গৌরীর সম্পর্কের কিছু গোপন গল্প জানুন। অবাক হবেন শুনলে
কি পড়েছিলেন?
এ বছরের শুরুতেই ২০২৪ সালের মতো লাল রঙের শাড়ি, লেহেঙ্গার প্রাধান্য দেখা যায়নি। বিয়ের পোশাকে হালকা গোলাপি, কমলা, প্যাস্টেল শেডের আধিপত্যই ছিল বেশ স্পষ্ট। গায়ক অরমান মালিকের বিয়েতে যেমন কমলা রঙের জমকালো লেহেঙ্গা পরেছিলেন আশনা, তেমনি অরমানও পরেছিলেন হালকা গোলাপি শেরওয়ানি, যা গত বছর বলিউডের অনেক বরের পোশাকের চিত্রের সাথে মিলে গিয়েছিল। বিয়ের পোশাকের নকশা করেছিলেন জনপ্রিয় পোশাক ডিজাইনার মণীশ মালহোত্রা। আশনার লেহেঙ্গা জুড়ে ছিল সোনালি রঙের জারদৌসি, চুমকি এবং গোটাপত্তির কাজ, যা পোশাকটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছিল।অরমানের শেরওয়ানি ছিল জমকালো এবং তার সঙ্গে হালকা গোলাপি রঙের শিফনের ওড়না ছিল, যা আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল তাঁর বিয়ের স্টাইল। বিয়েতে ব্যবহৃত পোশাকের মধ্যে সোনালি রঙের ঝলকানি ও সূক্ষ্ম গোটাপত্তির কাজ ছিল, যা তার ঐতিহ্যবাহী শেরওয়ানিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। আশনার গলায় হিরে এবং পান্নার কারুকাজ করা চোকার ছিল এবং কানে ঝুমকো, হাতে চুড়ি ও মাথায় টিকলি পরেছিলেন তিনি।
কৃতি শ্যাননের ভাষায় ছোট ছোট মুহূর্তেই প্রকাশ পায় ভালবাসা
বলিউডের তরুণ প্রজন্মের বিয়ের ফ্যাশনে দেখা যাচ্ছে এক নতুন ঢং। এখন আর সাদা-লাল রঙের ক্লাসিক যুগলবন্দি তেমন দেখা যায় না, বরং প্যাস্টেল শেডের আধিপত্য বেড়েছে। তরুণরা বিয়ের পোশাক বাছাইয়ে কখনও মিলিয়ে আবার কখনও কনট্রাস্ট রঙের দিকে ঝুঁকছে। যেমন রকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির বিয়েতে রকুল পরেছিলেন গোলাপি লেহেঙ্গা এবং জ্যাকির পরনে ছিল ঘিয়ে শেরওয়ানি। ২০২৪ এবং ২০২৫ সালের বিয়েতে একই ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে।অরমান ও আশনার সম্পর্ক অনেকদিনের। ২০১৭ সালে প্রথম পরিচিত হওয়ার পর থেকে তাঁরা একে অপরের কাছাকাছি আসেন। তাদের সম্পর্ক কখনোই গোপন ছিল না, এবং বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি তারা প্রায়ই শেয়ার করতেন।