ব্যুরো নিউজ ২০ নভেম্বর : বলিউডের অন্যতম জনপ্রিয় অর্জুন কপূর ও মালাইকা অরোরার পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যায়। তাদের সম্পর্কের ভাঙনের কারণ প্রকাশ্যে না এলেও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দু’জনেই সৌজন্য বজায় রেখে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।নিজের মানসিক অবস্থার উন্নতির জন্য মনোবিদের সাহায্য নিয়েছেন তিনি।
আর জি কর হাসপাতালের খুন-ধর্ষণ মামলায় ফরেন্সিক সাক্ষ্যগ্রহণ, তদন্তে কি নতুন মোড়?
ঘরের দেয়ালে এই কবিতা টাঙিয়ে রাখেন তিনি
তবে মনোবিদের পরামর্শ ছাড়াও এক কবিতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। যা অর্জুন নিজেই স্বীকার করেছেন। এই কবিতা রাডইয়ার্ড কিপলিং-এর প্রখ্যাত ইংরেজি কবিতা। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সম্প্রতি এই কবিতার প্রশংসা করে একটি পোস্ট ভাগ করেছেন নিজের সামাজিক মাধ্যমে। তিনি জানান জীবনের বিভিন্ন কঠিন মুহূর্তে এই কবিতাই তাকে আলোর দিশা দেখিয়েছে। সামান্থার পোস্টের মন্তব্যে অর্জুন লেখেন তিনিও নিজের ঘরের দেয়ালে এই কবিতা টাঙিয়ে রেখেছেন। তার কথায় “যখনই অনুপ্রেরণার প্রয়োজন হয়েছিল, তখন এই কবিতাই আমাকে পথ দেখিয়েছে।”
কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানোর উদ্যোগে নয়া সমস্যা
কিপলিং-এর If কবিতাটি জীবনের কঠিন সময়ে আত্মবিশ্বাস ও দৃঢ়তার বার্তা দেয়। এটি সাহস, ধৈর্য, এবং মানসিক স্থিরতা বজায় রাখার জন্য পরিচিত। অর্জুন এবং সামান্থার মতো বহু মানুষের জন্য এই কবিতা শুধু অনুপ্রেরণা নয়, জীবনের দিশারি হয়ে দাঁড়িয়েছে।যেখানে জীবন অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় সেখানে এক টুকরো কবিতা অনেক বড় ভূমিকা নিতে পারে। অর্জুন এবং সামান্থার জীবনের সংগ্রাম ও সফলতার এই গল্প সেই কথাই মনে করিয়ে দেয়।