ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:বলিউড অভিনেতা অর্জুন কাপুর সম্প্রতি এক পডকাস্টে তাঁর কেরিয়ারের শুরু এবং সেই সময়ে তাঁকে কীভাবে নানা নেগেটিভিটির মুখে পড়তে হয়েছিল, তা শেয়ার করেছেন। ২০১২ সালে ‘ইশকজাদে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অর্জুন। সেই সময় থেকেই নানান সমালোচনা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি। অর্জুন জানিয়েছেন, অনেকেই তাঁর ব্যর্থ হওয়ার অপেক্ষায় ছিলেন এবং তাকে নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করেছেন। তবে, তিনি নিজের কেরিয়ারে এগিয়ে গেছেন এবং এখন অনেকটা প্রতিষ্ঠিত অভিনেতা।
বাংলা সিনেমায় নতুন দিগন্তের সূচনাঃ রায়গঞ্জে প্রথম মিডনাইট শো ‘খাদান’ হাউসফুল
‘সিংঘম এগেন’
অর্জুন কাপুর সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সিংঘম এগেন’-এ অভিনয় করেছেন, যা তাকে নতুন করে প্রশংসা এনে দিয়েছে। ছবির সাফল্যের পর তিনি জানান, ‘রোহিত স্যার আমাকে বলেছিলেন, ছবির পর অনেকেই আমার দাপট নিয়ে কথা বলছে, এটা আমার জন্য গর্বের বিষয় ছিল। কারণ অনেকেই চাইতেন যে আমি ব্যর্থ হই। তারা আমায় সহজ টার্গেট মনে করেছিল।’ এই কথাগুলি শুনে অর্জুন আরও বলেন, তিনি নিজে কিছু তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সবসময় সামনে এগিয়েছেন।অর্জুন আরও জানান যে, তাঁর পদবী এবং ব্যক্তিগত জীবন নিয়েও অনেক সমালোচনা হয়েছে। তিনি বলেন, ‘‘অনেকে ভাবতেন, আমি কাজ করতে ভালোবাসি না। আমার অভিনয়ের যোগ্যতা নেই।’’
ওজন কমাতে স্বাস্থ্যকর উপায়ঃ ত্বকের সৌন্দর্যও থাকবে অক্ষুণ্ন কিভাবে? জানুন
পাশাপাশি, শারীরিক অসুস্থতার সময়েও সমালোচনা সহ্য করতে হয়েছে তাঁকে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘রিভিউ ও মতামতকে আমি সম্মান করি, কিন্তু ব্যক্তিগত আক্রমণকে নয়।’’ অর্জুন কাপুরের কেরিয়ারে একাধিক বড় চ্যালেঞ্জ এসেছে, বিশেষত ২০২১ ও ২০২২ সালের কয়েকটি ছবি বক্স অফিসে সফল হয়নি। তবে ২০২৩ সালের ‘সিংঘম এগেন’-এ নিজের দক্ষতা এবং অভিনয় দক্ষতা দিয়ে তিনি আবারও দর্শকদের মন জয় করেছেন।