arijit-singh-football-surprise-mason-mount

ব্যুরো নিউজ, ২৬ সেপ্টেম্বর :ক্রীড়া ও সঙ্গীতের এক অদ্ভুত সংযোগ রয়েছে, যা আমাদের বিনোদনকে আরও রঙিন করে তোলে। ক্রীকেটের মাঠে যেমন গান গাওয়া হয়, ফুটবল মাঠেও তার কম হয় না। সম্প্রতি, জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং লন্ডনে একটি কনসার্টে ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে পারফর্ম করেছেন। তাদের এই যুগলবন্দি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় ওষুধ শিল্পে সঙ্কটঃ৫০টিরও বেশি ওষুধ ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি’

অরিজিৎ সিংয়ের মুখে আনন্দের ছোঁয়া

কলকাতার আকাশে মর্মান্তিক দুর্ঘটনা, ১৭ বছরের কিশোরীর মৃত্যু

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ম্যাসন মাউন্ট অরিজিৎকে একটি বিশেষ সারপ্রাইজ উপহার দিয়েছেন। অরিজিৎ যখন এই উপহার পান, তখন তার মুখে আনন্দের ছোঁয়া স্পষ্ট। ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যায়, অরিজিৎ জার্সির পিছনে নিজের নাম লেখা দেখে আনন্দে ভরে ওঠেন। এরপর সামনে থাকা একজন একটি বক্স খুলে দেখান ম্যাসন মাউন্টের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি, যা পেয়ে তিনি অভিভূত হয়ে যান।

গভীর সমুদ্রে অভিযানে ভারত: মৎস্য ৬০০০ এর নতুন যুগ

অরিজিৎ সিংয়ের লন্ডনের কনসার্ট নিয়ে আলোচনা চলছে, বিশেষ করে এড শিরানের উপস্থিতি নিয়ে। এই কনসার্টে দুজনেই এক মঞ্চে গান গেয়ে নেটদুনিয়ায় ঝড় তুলে দিয়েছেন। অরিজিৎ তার সোশ্যাল মিডিয়ায় এই অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তাদের পারফরম্যান্সের ভিডিওগুলি ভাইরাল হয়ে যাচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর