ব্যুরো নিউজ, ২ জুলাই : জামিন পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মীকে খুনের ঘটনায় ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন আরাবুল ইসলাম। সেই থেকেই জেলেই ছিলেন। ২৪ এর লোকসভা নির্বাচনের জেলেই থাকতে হয়েছে তৃণমূল নেতাকে। অবশেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনের পরিবর্তে তাকে কিছু শর্ত মানতে হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।
৭০ লক্ষ টাকা ফেরানোর ইচ্ছেপ্রকাশ ঋতুপর্ণার
একাধিক শর্তে তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট
উল্লেখ্য গ্রেপ্তারের পর থেকে একাধিকবার গ্রামীনের জন্য আবেদন জানিয়েছিলেন আরাবুল ইসলাম। চিকিৎসার প্রয়োজন রয়েছে বলেও জামিনের আরজি জানিয়েছিলেন। কিন্তু বারুইপুর আদালত তার জামিন মঞ্জুর করেনি। এরপর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান তৃণমূল নেতা। এরপরই তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। তার স্ত্রীও জামিনের আবেদন জানান। তারই প্রেক্ষিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জামিন দিল আরাবুল ইসলামকে। অন্যদিকে জামিন পেলেও দলে কি সমান গুরুত্বের সঙ্গে আবার ফিরতে পারবেন আরাবুল ইসলাম প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশ। কারণ লোকসভা নির্বাচনের গোটা পর্বই তাকে জেলে কাটাতে হয়েছে। অন্যদিকে গ্রেফতারির পর ভাঙরের আহ্বায়ক পথ থেকেও আরাবুল ইসলামকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আর সেই কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছে।