ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:বিখ্যাত সঙ্গীতশিল্পী এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবন সম্প্রতি ভেঙে গিয়েছে।এই বিচ্ছেদ নিয়ে বিভিন্ন গুঞ্জন তৈরি হলেও, অবশেষে সায়রা বানু নিজে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তিনি বর্তমানে মুম্বইয়ে রয়েছেন এবং কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যার কারণে তিনি চেন্নাই ছেড়ে মুম্বই চলে এসেছেন।
আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে কে কোন দলে? কোথায় গেলেন কোন খেলোয়াড়? জেনে নিন
রহমানের নাম কলঙ্কিত না করা হয়
সায়রা বানু একটি অডিও ক্লিপে বলেছেন, ‘আমি এখন বম্বেতে আছি এবং কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি।আমি এ আর রহমান থেকে কিছুটা বিরতি নিতে চেয়েছিলাম, কিন্তু অনুরোধ করছি, দয়া করে ওনার সম্পর্কে খারাপ কিছু রটাবেন না। উনি একজন রত্ন, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ।’ সায়রা আরও বলেন, ‘এআর রহমান একজন আশ্চর্য মানুষ, আমি তাকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি। আমাদের বিচ্ছেদে অন্য কিছু নেই, ওনার কোনো দোষ নেই। আমি তাকে খুব ভালোবাসি এবং দয়া করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনবেন না।’ তিনি আরও জানান, ‘চেন্নাইতে না থাকায় কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কিন্তু আমি চিকিৎসা করার জন্য মুম্বই এসেছি এবং শীঘ্রই চেন্নাই ফিরে আসব। আমি জানতাম, রহমানের ব্যস্ত শিডিউলের কারণে, সেখানে থেকে সাহায্য পাওয়া সম্ভব ছিল না।’
আরসিবি-কেকেআরের দ্বন্দ্বে উত্তাল সোশ্যাল মিডিয়া, কটাক্ষের মুখে দীনেশ কার্তিক
এআর রহমান এবং সায়রা বানুর বিচ্ছেদে কিছুদিন আগে সায়রার আইনজীবী একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে, দীর্ঘ তিক্ততার কারণে তাদের বিবাহিত জীবন শেষ হয়েছে। রহমানও সামাজিক মাধ্যমে লেখেন, তিনি আশা করেছিলেন ৩০ বছরের দাম্পত্য জীবন উদযাপন করবেন, কিন্তু জীবন হয়ত অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে।রহমান-সায়রা দম্পতির তিনটি সন্তান রয়েছে—কন্যা খাতিজা, রহিমা এবং ছেলে আমিন। তাদের সম্পর্ক ভেঙে গেলেও, সায়রা বানু তার স্বামী এ আর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এবং সকলকে অনুরোধ করেছেন, যেন রহমানের নাম কলঙ্কিত না করা হয়।