ব্যুরো নিউজ, ৪ মার্চ: বাংলায় রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই। এই প্রকল্পের অধীনে থাকা মহিলারা প্রতিমাসে পেয়ে থাকেন ৫০০ টাকা। আর তফসিলি মহিলারা সেই জায়গায় পান ১০০০ টাকা। এবার সেই প্রকল্প থেকে অনুপ্রানিত হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীও প্রতিমাসে মহিলাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
শর্তসাপেক্ষ ভাবেই ইডির মুখোমুখি হবেন কেজরীওয়াল | কী সেই শর্ত?
আজ ৪ মার্চ দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অরবিন্দ কেজরীওয়ালের। কিন্তু প্রতিবারের মতো এবারেও গড়হাজির থাকেন তিনি। কারন হিসাবে দেখানো হয়, আজ দিল্লি বিধানসভায় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। তাই কোনও ভাবেই তিনি ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না।
আর আজ দিল্লি বিধানসভায় বাজেটেই ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’র ঘোষণা করা হয়। যেই প্রকল্পের অধীনে মহিলারা প্রতি মাসে ১০০০ টািকা করে পাবেন বলে জানানো হয়। ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’য় এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অতিশি। ১৮ ঊর্ধ্ব মহিলারাই ওই প্রকল্পে নিজেদের নাম নতিভুক্ত করতে পারবেন বলে জানান তিনি।