ankush-hazra-paparazzi-reveal

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর :বড় পর্দায় দাপিয়ে অভিনয় করেন অঙ্কুশ হাজরা, কিন্তু বাস্তবে তিনি যে কতটা খাঁটি, তা নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকদিন ধরেই প্রশ্ন ছিল। সম্প্রতি দুবাইয়ে একটি অ্যাড শুটের জন্য বিমানবন্দরে উপস্থিত হয়ে ছিলেন। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, যা নিয়ে নেটিজেনরা উচ্ছ্বাসিত।

সল্টলেকে ছাত্রের রহস্যজনক মৃত্যুতে নতুন তথ্য

টলিউডের পর্দা ফাঁস করলেন অঙ্কুশ

অঙ্কুশের এই উপস্থিতির খবর জানাতে হাজির ছিল ‘টলিউড অনলাইন’ নামের একটি পাপারাজ্জি সংস্থা। বিমানবন্দরে ঢোকার সময় অঙ্কুশ বলেন, ‘দ্যাখ তোরা আসবি আমি জানি, কিন্তু আমি বুঝতে দেব না তোরা আসবি আমি জানতাম। জানি আমার পিআর টিম তোদের ফোন করেছিল। কিন্তু দ্যাখ এবার নাটক’ । এর পর অতি নাটকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নেমে তিনি বলেন, ‘তোরা কী করে জানতে পারছিস যে আমি যাচ্ছি, উফফ আমি এত ফেমাস না।’

অপসারিত করা হলো দুই IAS আধিকারিককে

অঙ্কুশের এই উক্তি শুনে সবার মনে পড়েছে, বহু অভিনেতা-অভিনেত্রী আগেও পাপারাজ্জিদের সামনে এভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন। তবে এবার অঙ্কুশ সরাসরি তারকার পিআর টিমের কাজের সত্যিটা প্রকাশ্যে আনলেন, যা নেটিজেনদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

অঙ্কুশের এই সাহসী বক্তব্যের জন্য নেটিজেনরা তাকে ধন্যবাদ জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘সত্যি-মিথ্যের ফারাক এভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ, অঙ্কুশদা’। তিনি সত্যিই অভিনয় জগতের প্রথা ভেঙে নতুন কিছু দেখাতে সক্ষম হয়েছেন, যা দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসনীয়।অঙ্কুশ হাজরার এই খোলামেলা আচরণ তাকে নতুন আলোচনায় নিয়ে এসেছে।  এতে প্রমাণিত হয়েছে যে তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, বরং একজন সৎ ও সাহসী মানুষও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর