অঙ্কুশ ও ঐন্দ্রিলা কি এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন?

ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:নতুন বছরেই নতুন যাত্রা শুরু করতে চলেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর, এখন তারা সাত পাকে ঘোরার প্রস্তুতি নিচ্ছেন। বিয়ের শপিং শুরু হওয়ার খবরটি নিজেই প্রকাশ করেছেন ঐন্দ্রিলা। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নতুন বছরে কাছের মানুষদের সঙ্গে জীবনের নতুন পথ চলা শুরু করার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ, সবচেয়ে দীর্ঘ পথ।

বাইক কিনতে সন্তান বিক্রি? বাবা-মায়ের এ কি রকম সিদ্ধান্ত?

বিয়ে কবে?

ঐন্দ্রিলা এবং অঙ্কুশের সম্পর্ক শুরু হয়েছিল প্রায় ১৩ বছর আগে, এবং তাদের মাঝে এখনো রয়েছে সেই পুরনো খুনসুটি, হাসি, মজা, আর একে অপরের প্রতি ভালবাসা। যদিও বিয়ের দিন সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য তারা দেননি, তবে এমনটা শোনা গেছে যে, “আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল প্রায় ১৩ বছর আগে।” তারা আরও বলেন, “আজকাল সবার একটাই প্রশ্ন, কবে তোমাদের বিয়ের সাজে দেখব?” এই জুটি ২০২৩ সাল থেকেই বিয়ের কথা বলছিলেন, তবে তারা জানিয়েছিলেন যে, তারা প্রথমে আইনি বিয়েটা করবেন এবং পরে ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে একটি ছোট অনুষ্ঠান করবেন। তবে এই যাত্রায় তারা গোপনীয়তা বজায় রাখতে চান না। ঐন্দ্রিলা বলেছেন, “এবার সাজিয়ে, ইন্ডাস্ট্রির সব ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানিয়ে জমকালোভাবে বিয়ের অনুষ্ঠান হবে।”

বুধের নক্ষত্র পরিবর্তনঃ কোন কোন রাশির জন্য শুভ সংবাদ রয়েছে জেনে নিন

এছাড়া, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা বিয়ের শপিংয়ের ভিডিওটি ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে তৈরি করেছেন। এই ভিডিওটি অভিষেক রায়ের নতুন স্টোরে শ্যুট করা হয়েছে। এখন সকলেই অপেক্ষা করছেন, এই ভিডিও কি শুধুই একটি বিজ্ঞাপন, নাকি সত্যিই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা তাদের বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেবেন।অঙ্কুশ ও ঐন্দ্রিলার জুটি টলিউডে বেশ জনপ্রিয়। তাদের প্রথম সিনেমা ছিল “ম্যাজিক”, এরপর “লাভ ম্যারেজ” এবং “মির্জা” সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা গিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর