ব্যুরো নিউজ ২০ নভেম্বর : গলায় রক্তের দাগ, নাকে অক্সিজেনের নল, হাসপাতালের বিছানায় শুয়ে অঙ্কিতা মল্লিক— এমন ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। হঠাৎ কী হল অভিনেত্রীর? ভক্তদের মনেও কৌতূহলের ঝড়।

মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ
অভিনেত্রীর পরিবারকেও আবেগপ্রবণ করে তুলেছে
আসলে এই ছবি শুটিং ফ্লোরের একটি বিশেষ মুহূর্ত। ধারাবাহিকের গল্পের প্রয়োজনে হাসপাতালের কেবিনের সেট বানিয়ে শুটিং চলছিল। সেখান থেকেই ছবি তুলে অঙ্কিতা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ছড়িয়ে পড়তেই গুজব শুরু হয় যে অভিনেত্রী অসুস্থ। পরে নিজেই ভক্তদের আশ্বস্ত করেন অঙ্কিতা।তিনি বলেন, “আমি পুরোপুরি সুস্থ। এটি শুধুমাত্র শুটিংয়ের একটি অংশ। গল্পে দেখানো হয়েছিল যে জগদ্ধাত্রী মারা গিয়েছে। তবে এখন প্রকাশ পাচ্ছে আসলে সে বেঁচে আছে কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ।”ধারাবাহিকের গল্পে জগদ্ধাত্রীর এই পরিস্থিতি শুধু ভক্তদের নয়। অভিনেত্রীর পরিবারকেও আবেগপ্রবণ করে তুলেছে। অঙ্কিতা জানান “আমার বাবা-মা ধারাবাহিকের কিছু দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। শুটিং শেষে বাড়ি ফিরলে তারা আমাকে বিশেষ যত্ন করেন। যেন সত্যিই কোনো দুর্ঘটনা ঘটেছে!”
শুটিংয়ের ছবিটি ভাইরাল হওয়ার পর ধারাবাহিকটির প্রতি আগ্রহ আরও বেড়েছে। অঙ্কিতা বলেন “আমাদের কাজ দর্শকদের ভালো লাগছে জানলে খুব ভালো লাগে। তবে বাস্তব আর অভিনয় এক নয় এটা সবাই যেন বুঝে।”