ব্যুরো নিউজ ১৭ মে: এই গরমে বাইরে বের হলেই ত্বকে পড়ছে ট্যান, কালো দাগ বা ছোপ। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে সাঁলোতে গিয়ে দামী ‘ডি-ট্যান’ ট্রিটমেন্ট করান বা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে, আপনি যদি প্রাকৃতিক ও সাশ্রয়ী সমাধান খুঁজে থাকেন, তা হলে আঙুর হতে পারে আপনার সেরা ভরসা।
আঙুর যেমন খেতে সুস্বাদু, তেমনই ত্বকের জন্যও দারুণ উপকারী। এতে থাকে ভিটামিন এ, সি, বি৬ ও ফোলেট, যা ত্বকের কোষ মেরামত ও উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। শুধু খাওয়া নয়, রূপচর্চার অংশ হিসেবেও আঙুর ব্যবহার করতে পারেন আপনি।
ত্বকের যত্নে আঙুরের ৪টি কার্যকরী ব্যবহার
১. আঙুর ফেসিয়াল স্ক্রাব:
কয়েকটি আঙুর চটকে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে ও হাতে আলতো করে মালিশ করুন। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে দেয় এবং দাগছোপ হালকা করে। সপ্তাহে ২–৩ দিন ব্যবহারেই ফল মিলবে।
২. আঙুরের টোনার:
আঙুর পিষে তার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। রোদে বের হওয়ার আগে ও পরে মুখে স্প্রে করলে ত্বক শীতল থাকবে এবং ট্যান পড়বে না।
৩. আঙুর-দই ফেস মাস্ক:
সবুজ আঙুর চটকে তার সঙ্গে এক চামচ টক দই মিশিয়ে মুখে মাখুন। ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের সংক্রমণ ও রুক্ষতা কমায়। সপ্তাহে ২ বার ব্যবহার করা যেতে পারে।
৪. আঙুর ও অ্যালো ভেরা প্যাক:
আঙুর পিষে তার সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ কমায় এবং ত্বককে সতেজ রাখে। রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার যেমন সাশ্রয়ী, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাও কম। আঙুরের মতো সহজলভ্য ফল দিয়ে ঘরোয়া যত্ন নিলে আপনার ত্বকও পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা। এখনই ট্রাই করে দেখুন!