ব্যুরো নিউজ,৩১ জুলাই: আমার বা আপনার প্রত্যেকেরই কমবেশি রাগ থাকে। অনেক সময় এর আগে পেছনে অনেক কারণও থাকে। আবার এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কোন কারন ছাড়া রেগে লাল হয়ে যায়। কিন্তু রাগের বসে আমরা আমাদের সামনে থাকা প্রিয় মানুষকে কি বলছি তা নিজেও জানি না।আবার রাগ যখন কমে যায় তখন ভুলটা আমরা উপলব্ধি করি হয়তো, তখন অনেক দেরি হয়ে যায়। আপনার রাগের কারণে সেই ব্যক্তি বা প্রিয় মানুষ অনেক দূরে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে, দামি জিনিস বা প্রিয় জিনিস ভেঙ্গে ফেলে আফসোস করেন।আর এর থকে মুক্তি পেতে এই কৌশল গুলি অবলম্বন করুন।
ভারতে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা?কেন এই বিশাল সিদ্ধান্ত নিলেন সংস্থা
এই রাগকে নিয়ন্ত্রণ রাখবেন কিভাবে?
গালাপাগোস ইয়েলো বেলী সাপ কামড়ালেই প্যারালাইসিস আতঙ্ক এবার বকখালিতেও
রাগ আমার আপনার সকলের হয়ে থাকে। আর রাগ হলে সামনের মানুষকে কিছু বলতে ইচ্ছা করে।আমারা ইচ্ছে করেই সামনের মানুষটিকে কিছু শোনানর চেষ্টা করি। কিন্তু ঠিক সময় থেমে যাওয়াই উচিত। এতে আপনার সম্পর্ক বাঁচবে।কিছু ভুলভাল কথা রাগের বশে বলে দেওয়ার চেয়ে সেই মুহূর্তে আপনি নিজেকে সামলে নিন।। এবং ওই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। নিজেকে শান্ত করুন। এবং কিছুক্ষণ পর যার ওপর রাগ হচ্ছে বা যাকে নিয়ে সমস্যা তার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন।
বুদ্ধিমানের কাজ হবে নিজেকে সামলে নেওয়া । এতে আপনার সম্পর্ক মধুরময় থাকবে।