অনন্যা ওয়ালকার ব্লাঙ্কো

ব্যুরো নিউজ ৩০ অক্টোবর : বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডের জন্মদিনে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা যেন অবাক করল ভক্তদের। ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্যার হাসিমুখের ছবি পোস্ট করে ওয়ালকার ব্লাঙ্কো লিখলেন, “আই লাভ ইউ,” সাথে দিলেন ভালোবাসার ইমোজি। নেটিজেনদের মধ্যে এই পোস্ট নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, আদিত্য রায়কাপুরের সঙ্গে অনন্যার সম্পর্ক শেষ হয়েছে, আর এখন ওয়ালকারই তার জীবনে বিশেষ কেউ।

কালীপূজোয় মহাকালীর আশীর্বাদ পেতে এই কাজগুলি করুন! মিলবে প্রচুর ধনসম্পদ

 কে এই ওয়ালকার ব্লাঙ্কো ?

গত দু’বছর ধরে আদিত্য-অনন্যার প্রেম নিয়ে বলিউডে নানা রকমের গুঞ্জন চলছিল। কখনো একসঙ্গে বিদেশ ভ্রমণ কখনো অনুষ্ঠানে একত্রে উপস্থিতি, সবই নজর কেড়েছিল ভক্তদের। কিন্তু কিছুদিন ধরে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। এরপরই অনন্যার জীবনে নতুন প্রেমের গুঞ্জন ছড়ায়, আর সেই নতুন ব্যক্তি হচ্ছেন ওয়ালকার ব্লাঙ্কো। শোনা যায়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে ওয়ালকারের সঙ্গে অনন্যার ঘনিষ্ঠতা বাড়ে। এমনকি, ওয়ালকারের নামে একটি লকেটও তৈরি করেছেন তিনি।

পাতলা হয়ে যাচ্ছে কি আপনার ভুরু? ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান

ওয়ালকার ব্লাঙ্কো পেশায় মডেল এবং রিলায়েন্সের একটি ফ্যাশন ব্র্যান্ডের প্রচার ব্যবস্থাপনায় যুক্ত। অনন্যার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল বিজ্ঞাপনের শুটিংয়ে, তবে তখন তেমন ঘনিষ্ঠতা হয়নি। কিন্তু অনন্ত আম্বানির বিয়েতেই তাঁদের সম্পর্ক ঘনীভূত হয়। অনন্যার প্রতি ভালবাসা প্রকাশ করতেই বুধবার রাতে তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন সুন্দরী। তুমি খুবই বিশেষ।” তাঁর এই পোস্টে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর