ব্যুরো নিউজ, ২৪ জানুয়ারি:আমুল, ভারতের শীর্ষস্থানীয় ডেয়ারি ব্র্যান্ড, সম্প্রতি তাদের তিনটি প্রধান পণ্যের দাম ১ টাকা কমানোর ঘোষণা করেছে। এই তিনটি পণ্য হল আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টী স্পেশাল। নতুন দামে ১ লিটার আমুল গোল্ডের দাম হবে ৬৫ টাকা, আমুল টী স্পেশালের দাম হবে ৬১ টাকা এবং আমুল তাজার দাম হবে ৫৩ টাকা।
গাদা গাদা ক্রিম মেখেও ত্বক খসখসে? বাড়িতেই বানান সহজ উপায়ে ক্রিম
খুশি ক্রেতা?
পূর্বে, ২০২৪ সালের জুন মাসে আমুল তাদের দামে ২ টাকা বাড়িয়েছিল, যার ফলে অনেক ক্রেতার মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তবে এবার দাম কমানোর ফলে ক্রেতারা আনন্দিত।এই সিদ্ধান্তের ঘোষণা করেছেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর ব্যবস্থাপনা পরিচালক জয়েন মেহতা। GCMMF হল সেই সংস্থা যা আমুল ব্র্যান্ডের অধীনে দুধ এবং দুধজাত পণ্য বিপণন করে।
কলকাতার বুকে ঝুঁকে পড়া ভবন নিয়ে আতঙ্কঃ অবৈধ নির্মাণের তদন্ত
এখন আমুলের নতুন দাম উপভোগ করতে পারবেন ক্রেতারা, যা তাদের প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে সাহায্য করবে। এই সিদ্ধান্তকে বাজারে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Amul has reduced the price of milk by Re 1 in Amul Gold, Amul Taza and Amul Tea Special 1 kg pack: Gujarat Co-operative Milk Marketing Federation’s Managing Director Jayen Mehta
(File photo) pic.twitter.com/MoxCCB4ljS
— ANI (@ANI) January 24, 2025