ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর :বর্তমানে অমিতাভ বচ্চনকে দেখা যাচ্ছে জনপ্রিয় কুইজ শো কন বানেগা ক্রোড়পতি সিজন ১৬-এ। সঞ্চালকের ভূমিকা পালন করে তিনি দর্শকদের মন জয় করছেন। সম্প্রতি, এই শোতে উপস্থিত প্রতিযোগী হুগলি জেলার বাসিন্দা বাচ্চু সাঁতরার সঙ্গে আলোচনাকালে অমিতাভ ফুটবল নিয়ে একটি মজার প্রশ্ন করেন।
জন্ম দিনে নতুন গাড়ি কিনে নিজেকে উপহার দিলেন বলিউডের মহানায়ক অমিতাভ
অমিতাভের মোহনবাগান প্রেম
বাচ্চু জানালেন, তিনি ক্রিকেটের প্রতি আগ্রহী। অমিতাভ তাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি কখনও ফুটবল খেলেছ?’ এরপরই তিনি মন্তব্য করলেন, ‘বাঙালি মাত্রই ফুটবল খেলবে। তাই এ ধরনের প্রশ্ন বাঙালিদের জন্য নতুন কিছু নয়।’
মাস গেলে কত টাকা আয় করে কিরণ !
শোতে যখন প্রশ্ন উঠল কোন ফুটবল দলের সমর্থক তিনি, মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল। তখন অমিতাভ বললেন, ‘কোন দলকে সমর্থন করো?’ বাচ্চু যখন মোহনবাগান বলেন, তখন বিগ বি বলেন, ‘আরে সাবাস! আমিও মোহনবাগান সমর্থক।’ অমিতাভের এই উত্তর পেয়ে বাচ্চুর মুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
এছাড়াও, শোতে শীঘ্রই আসছেন জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। তারা আসন্ন ছবি ভুল ভুলাইয়া ৩-র প্রচারে বিগ বির সঙ্গে মজার মুহূর্ত ভাগ করে নেবেন। আগামী ১৮ অক্টোবর তাদের নিয়ে বিশেষ পর্বটি প্রচারিত হবে। যেখানে বিদ্যা অমিতাভের সঙ্গে নাচ করবেন। সদ্য প্রকাশিত সেই পর্বের ঝলকও দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।