ব্যুরো নিউজ, ২৩ মে : ২৪ এর লোকসভা নির্বাচনে একুশের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রীর হারার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অমিত শাহ। ভূপতিনগরে নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, ‘আমি আপনাদের বলে যাচ্ছি শুভেন্দু দা এখান থেকে (নন্দীগ্রাম) মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। উনি ঘুরপথে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এবার এতটা জোরালো ভাবে হারান যাতে ওঁর দ্বিতীয় রাস্তাও বন্ধ হয়ে যায়।’
এলামুলের ডায়রিতে দেবের নাম! দেবের লক্ষ লক্ষ টাকার হিসাব! বিস্ফোরক তথ্য সামনে আনলেন শুভেন্দু
‘বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল ভেঙে যাবে’
অন্যদিকে পুরুলিয়ায় নির্বাচনী জনসভা থেকে ইমাম ভাতা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ভাতা দিচ্ছেন।’ ‘এভাবে দরিদ্র মানুষের অর্থ থেকে কি ইমামদের ভাতা দেওয়া যায়?’ সেই প্রশ্নও তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‘আমাকে বাংলা থেকে ৩০টি আসন দিন আমি এই সমস্ত তোষণ বন্ধ করব।’ বলেও দাবি করেন অমির শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, রাজ্যে বিজেপি ৩০টি আসন পাওয়ার পর তৃণমূল ভেঙে যাবে। ‘পাঁচ দফার ভোট ইতিমধ্যেই ৩১০ আসন পেয়ে গিয়েছেন মোদীজি। এ রাজ্যেও এবার অন্তত পক্ষে ৩০ আসন পেতে চলেছেন মোদীজি। আর বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল ভেঙে যাবে। মমতা দিদির সরকার বিদায় নেবে।’ বলেও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।