অমিত শাহের

ব্যুরো নিউজ,২৮ অক্টোবর:শনিবার বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জল্পনা ছিল যে এবারের বঙ্গ সফরে অমিত শাহের সঙ্গে দেখা হবে আর জি কর কাণ্ডে নির্যাতিতা এবং মৃতা তরুণী চিকিৎসকের বাবা মায়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার রাতে কলকাতা এসে পৌঁছেছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর করার প্রধান কারণ ছিল পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান।

শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড

বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনতে হবে

অমিত শাহ রবিবার সকালে পেট্রাপোলে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। তারপর সেখান থেকে তিনি বিধাননগরে গিয়ে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর জি কর কাণ্ড ঘটার পর এই প্রথম এই রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুদিন আগে আর জি কর কাণ্ডে মৃতা তরুণী চিকিৎসকের পরিবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার আর্জি জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। তার ফলে এবার বঙ্গ সফরে অমিত শাহের আগমনে জল্পনা উঠেছিল যে অমিত শাহ আর জি করের মৃতা নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের বঙ্গ সফরঃআরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে কি?

কিন্তু মাত্র দুদিনের সফরে অনেকগুলি ঠাসা কাজ থাকার দরুন এইবারে সাক্ষাৎ হলো না নির্যাতিতার পরিবারের সঙ্গে। যদিও বিজেপির দলের পক্ষ থেকে দাবি পরবর্তীকালে দিল্লিতে অমিত শাহ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক বক্তৃতায় বলেন ‘পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন। সন্দেশখালি থেকে আর জি কর মহিলাদের উপরে অত্যাচার বন্ধ করতে হলে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনতে হবে।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর