আমিশা প্যাটেলকে কন্যার মতো দেখেন সঞ্জয় দত্ত

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:বলিউডের অন্দরমহলে খুব একটা দেখা যায় না আমিশা প্যাটেলকে। হাতে গোনা কয়েকজনের সঙ্গেই তার ওঠাবসা। তবে সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্ক নিয়ে একবার নিজেই মুখ খুলেছিলেন তিনি।আমিশা বলিউডে পা রেখেছিলেন হৃত্বিক রোশনের সঙ্গে ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে। এরপর দীর্ঘ কেরিয়ার না হলেও, দর্শকদের মনে তার জায়গা পাকা। সম্প্রতি ‘গদর ২’ দিয়ে তিনি আবার আলোচনায় আসেন এবং বক্স অফিসে ঝড় তোলেন।

‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ খান! কিন্তু কেন?

সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলেছিলেন আমিশা?

এক সাক্ষাৎকারে আমিশা জানান, সঞ্জয় দত্ত তাকে পরিবারের একজনের মতো দেখেন এবং সবসময় আগলে রাখেন। তিনি বলেন,“আমি যখন সঞ্জুর বাড়িতে যাই, তখন বিদেশি পোশাক পরার অনুমতি থাকে না। আমাকে সালওয়ার পরেই যেতে হয়।”সঞ্জয় দত্ত নাকি মজার ছলে বলতেন,“তুমি খুবই সরল, এই ইন্ডাস্ট্রি তোমার জন্য নয়। আমি তোমার জন্য বর খুঁজে দেবো এবং তোমার কন্যাদান করব!”

সঞ্জয়ের বিশেষ যত্ন

সঞ্জয় শুধু কথায় নয়, সবসময় আমিশার খোঁজ রাখেন। ২০২২ সালে আমিশার জন্মদিনে বিশেষ আয়োজন করেছিলেন সঞ্জয় দত্ত। সেই ছবি শেয়ার করে আমিশা তার প্রতি সঞ্জয়ের ভালোবাসার কথা প্রকাশ করেন।

নীল-তৃণার বিচ্ছেদ গুঞ্জন! চার বছরের সম্পর্ক কি সত্যিই ভাঙছে?

বলিউডে সম্পর্কের ওঠাপড়া লেগেই থাকে, তবে সঞ্জয়-আমিশার বন্ধন নিঃসন্দেহে এক বিশেষ জায়গা ধরে রেখেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর