alpaca-rescue-india-bangladesh-border

ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের বিবিধ বস্তুর মধ্যে এবার যোগ হলো একটি আলপাকা। বিএসএফের জওয়ানরা নদিয়ার বানপুর সীমান্তে টহল দেওয়ার সময় এই অদ্ভুত প্রাণীটি উদ্ধার করেন। বুধবার, সীমান্তের কাঁটাতারের কাছে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা। তারা দেখেন, মই দিয়ে সীমান্তের ওপারে কিছু পাচারকারীরা একটি প্রাণী পাচারের চেষ্টা করছেন। ভারতের দিকে চারজন ব্যক্তি ওই প্রাণীটি গ্রহণের অপেক্ষায় ছিলেন। বিএসএফের সদস্যরা শূন্যে গুলি চালালে পাচারকারীরা প্রাণী ও মই ফেলে পালিয়ে যায়।

জমি সমস্যায় রেলের প্রকল্প বাধাগ্রস্ত, রাজ্য প্রশাসনের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী

পাচারের নতুন নজির

চাঁদনি চকে মিছিলঃ সেরিফার কন্যার বিচার চাওয়ার কাহিনী

আলপাকাটি বাদামি রংয়ের এবং এটি হুয়াকায়া প্রজাতির বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার আন্দিজ পর্বতের বাসিন্দা এই প্রাণীটি তার লোমের জন্য বিশ্বজুড়ে চাষ করা হয়। উদ্ধার হওয়া আলপাকাটি আইনি প্রক্রিয়া শেষে কৃষ্ণনগরের বন দফতরের হাতে হস্তান্তর করা হয়েছে। আলপাকা সাধারণত পশম পোশাক তৈরিতে ব্যবহৃত হয়, যা উচ্চ মানের এবং প্রশংসিত। বিএসএফের তৎপরতার ফলেই নতুন করে পাচার হওয়া এই প্রাণীটি রক্ষা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর