ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকায় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ৩১ ডিসেম্বর, যখন সাহাপুর-২ গ্রাম পঞ্চায়েতের উদয়নগরের বাসিন্দা পার্বতী মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকে। পরদিন, ১ জানুয়ারি, সাহাপুর-২ গ্রাম পঞ্চায়েত সদস্যা মিনতি রায়ের ছেলে রাজু রায়ের সঙ্গে পার্বতীর রাস্তায় দেখা হয়।
হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ নিয়ে মন্ত্রীসভার সঙ্গে ট্যাক্সি সংগঠনের বৈঠক
লিখিত অভিযোগ দায়ের
এর পর, রাজু পার্বতীর আঙুলের ছাপ নিয়ে ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তুলে নেন বলে অভিযোগ।পার্বতী জানাচ্ছেন, টাকা তোলার পর তিনি ব্যাঙ্কে যোগাযোগ করলে তাকে জানানো হয় যে, রাজু তাঁর আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে নিয়েছে। রাজুর কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলে, রাজু পার্বতীকে জানান যে, তিনি ওই টাকা “আমলা, গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পার্টি ফান্ড” এর জন্য নিয়েছেন। এ ঘটনার পর, পার্বতী মহকুমাশাসকের দফতরে লিখিত অভিযোগ জানান।
নিরাপদে প্রেম করার জায়গা এখন OYO তবে এখানে আসছে নতুন rules
পার্বতী বলেছেন, “আমি খুব গরিব, ভাঙা কুঁড়েঘরে দিন কাটাই। সরকার টাকা দিলেও এতগুলো টাকা নিয়ে গেল একজন। প্রশাসন যেন ব্যবস্থা নেয়।” তবে অভিযুক্ত রাজু রায়ের মা মিনতি রায় এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই বৃদ্ধা বিজেপি করেন এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব অভিযোগ করছেন।