অক্ষয় কুমারের মজার মন্তব্যে হেসে উঠল পুরো হল

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪-এ একেবারে মজার মেজাজে হাজির হলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। অভিনেতা তার হাস্যরসাত্মক মন্তব্যে দর্শকদের মন জয় করলেন। এদিন তিনি তার বন্ধু ও বলিউড সহকর্মী অজয় দেবগনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে অক্ষয় আক্ষেপ করে বলেন, আমাদের রাজনীতি নিয়ে সব সময় প্রশ্ন করা হয়, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের কখনও সিনেমা নিয়ে প্রশ্ন করা হয় না। এ মন্তব্যের পর হিন্দুস্তান টাইমসের চিফ ম্যানেজিং এডিটর সোনাল কালরা তাকে আশ্বস্ত করেন, আজকের অনুষ্ঠানে তিনি রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন।

রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যঃ নির্বাচন কমিশনের নোটিস

‘অরবিন্দ কেজরিওয়াল’


এই জমজমাট আলোচনা পর্বের শেষে ছিল কুইজ পর্ব, যেখানে এক প্রশ্ন ছিল, রাজনীতিবিদদের মধ্যে কে ভালো অভিনেতা হতে পারে? অক্ষয় কুমার মজা করে বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল।’ তার এই সোজাসাপটা উত্তর শুনে দর্শকরা হো হো করে হেসে ওঠেন এবং করতালিতে ভরিয়ে দেন হল। কিন্তু অক্ষয় তাড়াতাড়ি যোগ করে বলেন, তিনি এটা কেবল প্রশংসাসূচকভাবে বলছেন।এছাড়াও, অজয় দেবগন এবং অক্ষয় কুমার আরও বলেন, বলিউডের একজন অভিনেতা রীতেশ দেশমুখ একজন ভালো রাজনীতিবিদ হতে পারেন। অজয় দেবগন তার পরবর্তী পরিচালিত ছবিতে অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে দেখতে চান, তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেননি।

লিজ ট্রাসঃ ভারত বিশ্ব মঞ্চে নেতৃত্ব দেবে, চিনের সঙ্গে পার্থক্য স্পষ্ট

বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে অজয় বলেন, ‘বলিউডে ঐক্যের অভাব রয়েছে’ তবে তিনি অক্ষয় এবং তিন খান— শাহরুখ, সালমান ও আমিরের মধ্যে কোনো প্রতিযোগিতা না থাকার কথা জানান।অজয় আরো বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা যারা শুরু করেছিলাম, আমাদের মধ্যে বন্ধুত্ব অটুট। আমরা একে অপরকে সাপোর্ট করি এবং একসঙ্গে ছবি রিলিজ করলে একে অপরের পাশে দাঁড়াই।’ অক্ষয় এবং অজয় একমত হয়ে বলেন, তারা রাজনৈতিক নেতাদের ভালো কাজের প্রশংসা করেন, তবে নেতিবাচক কিছুতে নিজেদের জড়ান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর