প্রিয়দর্শনের পরিচালনায় আসছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:অক্ষয় কুমার আবারও হরর কমেডি নিয়ে ফিরছেন। ‘ভুলভুলাইয়া’ সিনেমায় তার অসাধারণ অভিনয় আজও ভক্তদের মনে অমলিন। এবার প্রিয়দর্শনের পরিচালনায় ২০২৬ সালের ২ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয়ের নতুন হরর কমেডি সিনেমা ‘ভূত বাংলা’। সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে বলে অক্ষয় নিজেই জানিয়েছেন তার অফিশিয়াল X (পূর্ববর্তী টুইটার) অ্যাকাউন্টে।

ভারতের জলসীমায় বাংলাদেশি ট্রলার আটক, ৭৮ মৎস্যজীবী গ্রেফতার

অক্ষয়ের বিশেষ বার্তা


সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে একটি বিশাল বাংলোর সামনে পাঁচিলের ওপর বসে আছেন অক্ষয় কুমার। হাতে রয়েছে একটি লণ্ঠন। পরনে সাদা রঙের পোশাক, সাদা মোজা, কালো কোট এবং লাল টাই। পোস্টারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, “আজকে আমাদের হরর কমেডি #BhootBangla-এর শুটিং শুরু হয়ে গেল। প্রিয়দর্শনের সঙ্গে ফের কাজ করতে পেরে খুবই আনন্দ হচ্ছে। সিনেমাটি হবে ভয় এবং হাসির দ্বিগুণ ডোজ। এখন থেকেই প্রস্তুত থাকুন, ২০২৬ সালের ২ এপ্রিল আমরা আসছি।” ‘ভূত বাংলা’ প্রিয়দর্শন এবং অক্ষয়ের পুনর্মিলন ঘটাবে প্রায় ১৪ বছর পর। শেষবার তারা একসঙ্গে কাজ করেছিলেন ২০১০ সালের ‘খাট্টা মিঠা’ সিনেমায়। এর আগে তাদের জুটি উপহার দিয়েছে ‘হেরা ফেরি’, ‘গরম মসলা’, ‘ভুলভুলাইয়া’, এবং ‘ভাগম ভাগ’-এর মতো হিট সিনেমা।‘ভূত বাংলা’-র গল্পে থাকছে ভয় ও কমেডির মজাদার মিশ্রণ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন রোহন শঙ্কর, অভিলাষ নায়ার এবং প্রিয়দর্শন নিজে। প্রযোজনা করছেন অক্ষয় কুমারের প্রোডাকশন হাউজ, একতা কাপুর, শোভা কাপুর, ফারা শেখ, এবং বেদান্ত বালি।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাতের স্পেশাল মেট্রোর সারচার্জ বন্ধ

সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও থাকছেন গোবর্ধন আরশানি, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব, এবং পরেশ রাওয়ালের মতো শক্তিশালী অভিনেতারা। পোস্টারের প্রথম ঝলকে অক্ষয়ের মজার ভঙ্গি এবং পিঠে একটি কালো বিড়াল কমেডি উপাদানের আভাস দিয়েছে।‘ভুলভুলাইয়া’-এর মতো জনপ্রিয় সিনেমার পর অক্ষয় এবং প্রিয়দর্শনের এই নতুন প্রয়াসে ভক্তরা দারুণ আশাবাদী। তবে সিনেমাটি দেখতে হলে ভক্তদের অপেক্ষা করতে হবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর