rashifal

ব্যুরো নিউজ, ৮ মেঃ আজকের দিনটি রাশিভেদে মিশ্র ফলের ইঙ্গিত দিচ্ছে। কোথাও প্রেমে জটিলতা তো কোথাও ব্যবসায় লাভের সম্ভাবনা। শরীর নিয়ে সতর্ক থাকতে হবে প্রায় সব রাশিকেই। জেনে নিন আপনার রাশিতে কী বার্তা দিচ্ছে আজকের দিন।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমে ঝামেলার ইঙ্গিত

মেষ রাশি: দিনের শুরুতেই রাগ সামলানো দরকার। অতিরিক্ত রাগের ফলে ঝগড়া এমনকি হাতাহাতির পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায় সুখবর মিলবে ঠিকই, তবে পরিশ্রমের তুলনায় ফল কম আসবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। প্রেমে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। খরচ বাড়বে সামাজিক কাজে। পেটের সমস্যা নিয়ে সতর্ক থাকুন।

বৃষ রাশি: কাজের ক্ষেত্রে বাধা আসবে শত্রুর চক্রান্তে। জমি কেনাবেচায় লাভের ইঙ্গিত। তবে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল নয়। ব্যবসায় বন্ধুর সঙ্গে বিবাদের সম্ভাবনা। আইনি কাজে সাফল্য মিলবে। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

মিথুন রাশি: ঘরে মূল্যবান কিছু নষ্ট হয়ে যেতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানি হবে। চাকরির বদল হতে পারে। ব্যবসায় শুভ সময় থাকলেও গুরুজনের পরামর্শ নিন। পড়াশোনায় উন্নতি হবে। অতিরিক্ত আবেগ ও খরচ সামলে চলুন।

কর্কট রাশি: বন্ধুর সঙ্গে বিবাদ এড়ানোই শ্রেয়। প্রেমে দীর্ঘ অপেক্ষার পর সুখের সময় আসবে। সংসারে কিছু প্রতিকূলতা থাকলেও কেটে যাবে। চাকরিতে বদলির সম্ভাবনা। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু হয়ে যাব” দিল্লিতে আন্দোলনের পরামর্শ

সিংহ রাশি: মেরুদণ্ডের সমস্যা বাড়তে পারে। অতিথি আসায় আনন্দ বাড়বে। চাকরিজীবীদের জন্য চাপের সময়। সন্তানদের খবরে মন ভালো হবে। আইনি সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

কন্যা রাশি: ধর্মচর্চায় মন বসবে। খরচ বাড়বে, তবে শরীর থাকবে ভালো। কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতির সময়। তবে আত্মীয়দের থেকে দূরে থাকুন।

তুলা রাশি: নতুন সম্পর্কের আগে ভেবেচিন্তে এগোন। আয় বাড়বে, তবে প্রেমে বাধা। পেটের সমস্যা থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা মিলবে। গৃহ নির্মাণে চিন্তা বাড়বে।

বৃশ্চিক রাশি: কর্মস্থলে সাবধান না হলে আঘাতের সম্ভাবনা। আধ্যাত্মিক কাজে মন বসবে। শিল্পীদের জন্য ভালো সময়। দাম্পত্য জীবনে জটিলতা আসতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।

ধনু রাশি: অপরের কথায় অশান্তি আসতে পারে। পুরনো ইচ্ছা পূরণের সম্ভাবনা। বিনিয়োগে লাভ হবে। অতিরিক্ত রাগ সংসারে অশান্তি বাড়াবে। উচ্চশিক্ষায় সমস্যা হতে পারে।

মকর রাশি: চিকিৎসার খরচ বাড়বে। বন্ধুর কথায় চললে ক্ষতি হবে। যানবাহনে সতর্কতা প্রয়োজন। সংসারে দায়িত্ব না পালনে অশান্তি। কর্মে সহকর্মীর সাহায্যে সাফল্য আসবে।

মেয়ের শ্বশুরের সঙ্গে চুটিয়ে প্রেম মমতার, প্রায় রাত কাটাতেন একসাথে তারপর সকলে যা দেখল তাতে কপালে উঠলো চোখ

কুম্ভ রাশি: ব্যবসায়ে কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে। যানবাহনে দুর্ঘটনার আশঙ্কা। মামলায় খরচ বাড়বে। প্রেমে অপমানের সম্ভাবনা। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

মীন রাশি: চাকরিজীবীদের জন্য খরচের দিন। প্রেমে উদ্বেগ কমবে। দাম্পত্য কলহ বাড়তে পারে। দুপুরের পরে বাড়ির পরিবেশ প্রতিকূল হবে। যানবাহনে সতর্ক থাকুন, কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর