আইপিএল ২০২৫ কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কত্ব কার হাতে যাচ্ছে জানুন

ব্যুরো নিউজ,১৮ মার্চ : কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএলে অজিঙ্ক রাহানের কাঁধে দায়িত্ব দিয়েছে। ছ’বছর পর আবার অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে।  তার সঙ্গে রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, যিনি রাহানের জন্য এক অনুপ্রেরণা। নিলামে কলকাতা রাহানেকে দেড় কোটি টাকায় কিনেছিল। দু’বছর আগে কেকেআরে যোগ দিয়েছিলেন তিনি, এবং এবার অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন। গত বছর শ্রেয়স আয়ারের নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এবার সেই দলের দায়িত্ব পেয়ে রাহানে অত্যন্ত গর্বিত।

মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু সুনিতার : কারা কারা আসছেন?

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন রাহানে

 “এমন একটি দলের দায়িত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত এক সাক্ষাৎকারেএমনটাই  বলেন রাহানে। দলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে, আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। এটা খুবই কঠিন দায়িত্ব, কারণ গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তবে আমি চাইবো সবকিছু সহজ এবং স্বাভাবিকভাবে চলুক।” রাহানে আরও জানান, “মুম্বইয়ের হয়ে পণ্ডিত স্যরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল। আমি জানি উনি কীভাবে দল পরিচালনা করতে পছন্দ করেন। উনি খুবই শৃঙ্খলাপরায়ণ এবং জানেন কিভাবে ক্রিকেটারদের মধ্যে সেরাটা বের করে আনতে হয়।”

নতুন উদ্যমে আইপিএলের প্রস্তুতিতে বিরাট কোহলি, নজর নতুন লুকেও!

রাহানে  ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন এবং মুম্বইয়ের অধিনায়ক ছিলেন। তিনি বলেন, “আমি সবসময় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলি, তাদের স্বাধীনতা দিই মাঠে নিজের মতো খেলার। আমি বিশ্বাস করি, যদি দলের সদস্যরা একে অপরকে বুঝে এবং নিজেদের খেলার স্টাইল অনুসারে খেলতে পারে, তবে সাফল্য আসবেই।”

আইপিএলে দেওয়া যাবে না, এই ধরনের বিজ্ঞাপন কেন্দ্রীয় শাস্ত্র মন্ত্রকে চিঠিতে হতাশ বিসিসিআই

এবার কেকেআরের অধিনায়ক হিসেবে, রাহানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ট্রফি জয়কেই লক্ষ্য করেছেন। তিনি জানান, “এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। আমরা এবার নিজেদের সেরাটা দিতে চাই। আমাদের লক্ষ্য একটাই—আরও একটি ট্রফি জয় করা।”রাহানেকে আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তিনটি ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবার কেকেআরের হয়ে আবারও নতুন লক্ষ্য নিয়ে তিনি মাঠে নামতে প্রস্তুত। তাঁর নেতৃত্বে দলের জন্য আসতে পারে নতুন সাফল্যের মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর