ব্যুরো নিউজ , ৬ ফেব্রুয়ারি :অভিষেক বচ্চনের ৪৯তম জন্মদিনে তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন একটি অভিষেকের ছোটবেলার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ৫ ফেব্রুয়ারি, বুধবার, অভিষেক বচ্চন তাঁর ৪৯ তম জন্মদিন উদযাপন করেন, এবং সেই উপলক্ষে তারকা অভিনেত্রী ঐশ্বর্য রাই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা পোস্ট করেন।
নিজেকে মেসি-মারাদোনার থেকেও বড় ফুটবলার মনে করেন রোনাল্ডো। তবে কী বলছেন মেসির ম্যানেজার?
শুভেচ্ছা বার্তা
ঐশ্বর্য বচ্চন, নিজের সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ছোটবেলার একটি ছবি শেয়ার করেন, যেখানে একটি ট্রাইসাইকেল চালাতে চালাতে ছোট্ট অভিষেক ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। ছবির ক্যাপশনে ঐশ্বর্য লিখেছেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা এবং আলোকিত জীবন দিক।” ঐশ্বর্যর এই মিষ্টি শুভেচ্ছা বার্তা পাঠানোর পর, তাদের অনুরাগীরা খুব খুশি হয়েছেন।
তবে এই শুভেচ্ছা বার্তার আসার পর, বেশ কিছু অনুরাগী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন “বিবাহবিচ্ছেদ নিয়ে যাঁরা কথা বলছিলেন, তারা কোথায়?” অনেক অনুরাগী মন্তব্য করেছেন, “আপনি সবসময় সুন্দর, দয়ালু এবং করুণাময়ী রানি। আমরা আপনাকে ভালোবাসি ঐশ্বর্য!” এছাড়া, ২০২৪ সালের জুলাই মাসে, অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে ঐশ্বর্য রাই ও বচ্চন পরিবারের মধ্যে বিবাদ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।
ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যা বিভিন্ন অনুষ্ঠানে অভিষেক ছাড়া উপস্থিত হন, এবং এই বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিছুদিন পর, সংবাদমাধ্যমে খবর আসে যে, ঐশ্বর্য বচ্চন বাড়ি ছেড়ে মায়ের কাছে থাকছেন। এর পরেই এই সম্পর্ক নিয়ে নানা কথা ছড়াতে থাকে। এছাড়া, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর বিচ্ছেদের কথা ছাড়াও, একসময় নিমরত কৌরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও উঠেছিল। তবে, এ বিষয়ে অভিষেক ও ঐশ্বর্য চুপ ছিলেন।প্রসঙ্গত, ২০০৭ সালে ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন গাঁটছড়া বাঁধেন এবং ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।