air-india-bomb-threat-emergency-landing

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা রাখার খবর শোনার পর তড়িঘড়ি করে জরুরি অবতরণ করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। মুম্বই থেকে নিউইয়র্কগামী এই বিমানে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রুট বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অনশনের পর জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যের স্বাস্থ্য সঙ্কটজনক

দিল্লি বিমানবন্দ

হাসপাতালে নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন

জানা গেছে, রাত ২টার দিকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় বিমানটি। নিউইয়র্কের দিকে যাত্রা শুরু করার পর হঠাৎ করে খবর আসে, বিমানে বোমা রয়েছে। তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানটির সঙ্গে যোগাযোগ করা হয় এবং দ্রুত বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

আরজি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসঃ নিরাপত্তার প্রশ্ন তুলছে জুনিয়র ডাক্তাররা

বর্তমানে বিমানটি তল্লাশি করছে বম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং দিল্লি পুলিশ। যাত্রীদের পরিচয়পত্রও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এদিকে, এই ঘটনার বিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। যা যাত্রীদের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর