ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ঐহিকা মুখোপাধ্যায় এবং সুতীর্থা মুখোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করেছেন। তারা মেয়েদের ডাবলসে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছেন। যা টুর্নামেন্টের ইতিহাসে একটি বড় মাইলফলক। তবে পদকের রং বদলাতে পারেননি তারা, ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সেমিফাইনালে জাপানের মিয়া হরিমোতো ও মিউ কিহারার কাছে পরাজিত হন এই দুই বঙ্গকন্যা।
বিজয়া দশমীতে কোয়েল মল্লিকের আনন্দের বার্তা
ঐহিকা-সুতীর্থার ব্রোঞ্জ পদক
গত কয়েক বছরে ধারাবাহিক ভালো পারফর্ম করে চলেছেন ঐহিকা এবং সুতীর্থা। এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে তাদের পারফরম্যান্সও সেই ধারাবাহিকতার প্রতিফলন। যদিও ঐহিকা প্যারিস অলিম্পিকে অংশ নেননি, কিন্তু তিনি টিমের সাথে ছিলেন। সুতীর্থার সঙ্গে জুটি বাঁধার সুযোগ এসেছে অর্চনা কামাথের অবসরের কারণে। ফলে ঐহিকা-সুতীর্থা জুটিতে ব্রোঞ্জ পদক অর্জনের সুযোগ সৃষ্টি হয়।
এবারে অপরাজিতা আঢ্যর ভিন্নভাবে কোজাগরী লক্ষ্মীপুজো উদযাপন
ভারতের পুরুষ টেবিল টেনিস টিমও এই টুর্নামেন্টে ব্রোঞ্জের হ্যাটট্রিক করেছে। পাশাপাশি, মেয়েদের টিম ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছে ভারত। মোট মিলিয়ে, এবারের চ্যাম্পিয়নশিপে ভারতের পদক ট্যালি দাঁড়িয়েছে আটটি, সবগুলোই ব্রোঞ্জ। ঐহিকা ও সুতীর্থা পদকের রং বদলানোর অনেকটা কাছাকাছি পৌঁছেছিলেন, যা ভবিষ্যতের জন্য আশার আলো দেখায়।