ব্যুরো নিউজ,২২ ফেব্রুয়ারি :সাতপাকে বাঁধা পড়লেন আদর জৈন এবং আলেখ্য আডবানি। মুম্বইয়ের একটি জমকালো অনুষ্ঠানে তারা বিয়ের পিঁড়িতে বসেন। সেই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খান। এই বিয়ের আসরে সইফ ও করিনাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ভেসে যান উপস্থিত অতিথিরা। ফটোগ্রাফাররা তাঁদের দেখে আনন্দিত হয়ে তাদের ছবি তোলেন।
দোল উৎসব নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফারাহ খানের বিরুদ্ধে FIR!
নোমুগ্ধকর লুক
বিশেষ করে ছুরি কাণ্ডের পর সইফ-করিনার একসঙ্গে উপস্থিতি ছিল অনেকের জন্যই চমকপ্রদ।২১ ফেব্রুয়ারি শুক্রবার, সইফ আলি খান প্রথমে একা কিছু ছবি তোলেন, তারপর করিনা কাপুর খান তাঁর সঙ্গে যোগ দেন। তাঁদের বেশভূষায় ছিল এক রাজকীয় আভা। করিনা এই দিনে লাল রঙের একটি শাড়ি পরেছিলেন, যাতে ছিল হলুদ জরির কাজ। সঙ্গে স্লিভলেস ব্লাউজ এবং সবুজ পাথরের গয়না পরেন তিনি। চুল খোলা রেখে, মেকআপে মনোমুগ্ধকর লুক নিয়ে করিনা হাজির হন।
অন্যদিকে, সইফ আলি খান পরেছিলেন কালো রঙের বন্ধ গলা শেরওয়ানি এবং সাদা পায়জামা। তাঁদের এই রাজকীয় সাজে অনেকেই মুগ্ধ হন।আদর এবং আলেখ্যর বিয়ের কথা বললে, ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁদের রোকা অনুষ্ঠান ছিল। তারপর চলতি বছরের জানুয়ারি মাসে গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল তাঁদের ক্রিশ্চান বধো। এই দিনে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হল তাঁদের।সইফ আলি খান এবং করিনা কাপুর খান একসঙ্গে এসে শুধু অতিথিদের নয়, তাদের ভক্তদেরও চমকে দেন। তবে, এই সময়টা সইফের জন্য খুব সহজ ছিল না।
মঙ্গলের গোচরে কোন রাশির জাতকরা পাবেন বিশেষ সুফল? জেনে নিন
গত মাসে সইফের বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়ে এবং সইফের ওপর ছুরি দিয়ে আক্রমণ করে। এতে সইফের পিঠে ছুরি গেঁথে যায়, তাকে অপারেশন করতে হয়। তবে এখন তিনি সুস্থ আছেন এবং কাজের জন্য প্রস্তুত।এই বিয়ের অনুষ্ঠান ছিল সত্যিই স্মরণীয়, যেখানে সইফ-করিনার উপস্থিতি বিয়েকে আরও বিশেষ করে তুলেছিল। তাদের সঙ্গেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার এবং বন্ধু-পরিজনরা, যারা তাঁদের এই নতুন জীবনের শুভ সূচনা উপলক্ষে আনন্দিত ছিলেন।