গুরুতর অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

ব্যুরো নিউজ,১৫ জানুয়ারি:বাংলা সিনেমার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বর্তমানে গুরুতর অসুস্থ। কিছু মাস আগে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সুস্থ হয়ে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের সেটে ফিরেছিলেন। কিন্তু এখন আবার তাঁর শরীর ভেঙে পড়েছে। পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। এই অবস্থায় সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় নিজের সামাজিক মাধ্যমে অভিনেত্রীর সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

নওশেরা সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণঃ ৬ সেনা জওয়ান আহত

ভাস্বরের বার্তা

ভাস্বর তাঁর পোস্টে লিখেছেন, “বাসন্তী দেবী আবার অসুস্থ। কাজ করতে পারছেন না। এর মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে গেছে। নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।” তিনি আরও বলেন, “গীতা এলএলবি ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী বারবার সাধ্যমতো বাসন্তী দেবীকে সাহায্য করেছেন। এবার আমি সবাইকে আবেদন জানাচ্ছি, যদি কেউ আর্থিক সাহায্য করতে পারেন তবে সেটা খুবই উপকারি হবে।”ভাস্বর আরও লেখেন, “আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করেন।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলতে চান শ্রেয়স আইয়ারঃ নির্বাচকদের উদ্দেশ্যে বার্তা

বাসন্তী চট্টোপাধায়ের বয়স প্রায় ৮৫ বছর। জীবনের অনেক কষ্টের মধ্য দিয়ে চলছেন তিনি। তাঁর স্বামী ছিলেন, কিন্তু দাম্পত্য জীবনে সুখী হননি। উত্তমকুমার, ছবি বিশ্বাস এবং সুচিত্রা সেনের সঙ্গে কাজ করেছেন তিনি, কিন্তু বর্তমানে আর্থিক সমস্যার কারণে এই বয়সেও তাঁকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। তাঁর পরিবার রয়েছে, তবে আর্থিকভাবে তিনি খুবই সমস্যায় আছেন।এখন তিনি যেভাবে কষ্টে দিন কাটাচ্ছেন, সেভাবে তাঁর পাশে দাঁড়ানোর জন্য সবার সাহায্য খুবই জরুরি। ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্টের মাধ্যমে এই আবেদনটি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর