নায়ক বদলের গল্প

ব্যুরো নিউজ,৩১ ডিসেম্বর:বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের অভিনয় জগতের নানা পরিবর্তন ঘটতে থাকে। তবে নায়ক বদল বেশ চমকপ্রদ ব্যাপার। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি বাংলা সিনেমা ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর ক্ষেত্রে। এই ছবিতে প্রথমে নায়ক হিসেবে শুটিং শুরু করেছিলেন সৌম্য মুখোপাধ্যায়, যিনি ছবির প্রধান চরিত্র ‘রাপ্পা রায়’ ছিলেন। তবে শুটিং শুরুর কিছু দিন পরই তিনি ছবির সঙ্গে আর যুক্ত থাকছেন না। তাঁর জায়গায় ‘রাপ্পা রায়’ চরিত্রে দেখা যাবে অর্পণ ঘোষালকে। তাহলে কী কারণে বদল ঘটল?শুটিং শুরুর পর সৌম্যকে বাদ দেওয়ার ব্যাপারে তিনি জানিয়েছেন, “গত এক মাস ধরে দিনরাত এক করে ‘রাপ্পা’র শুটিং করেছি। তবুও কেন বাদ পড়লাম, জানি না।” সৌম্য আরও জানান, ছবির প্রযোজক সংস্থা তাঁকে লিখিতভাবে জানিয়েছিল যে তিনি ‘চরিত্র’ হয়ে উঠেছেন, তারপরও তিনি বাদ পড়েছেন।

তাদের সম্পর্ক ভাঙছে আর কারা প্রেমের জোয়ারে ভাসবেন জেনে নিন

একেবারে অপ্রত্যাশিত

এই খবর তাঁর কাছে ছিল একেবারে অপ্রত্যাশিত।এদিকে, ছবির পরিচালক ধীমান বর্মন জানিয়েছেন, ‘রাপ্পা রায়’ চরিত্রটি অত্যন্ত জটিল এবং কঠিন। এজন্য অভিনেতাকে শারীরিক, মানসিক এবং অভিনয়ে পারদর্শী হতে হবে। সৌম্যকে প্রস্তুতির জন্য দুই মাস সময় দেওয়া হয়েছিল, তবে শুটিংয়ের সময় দেখা যায় যে তিনি যথেষ্ট প্রস্তুত হতে পারেননি। এজন্য তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালক জানান, অর্পণ ঘোষালও এই চরিত্রের জন্য পরীক্ষায় বসেছিলেন এবং তিনি সৌম্যর পাশাপাশি প্রযোজনা সংস্থার পক্ষেও পছন্দ ছিলেন। অর্পণ মঞ্চের অভিনেতা হওয়ায়, তাঁর দ্রুত চরিত্রে ঢুকে পড়ার ক্ষমতা রয়েছে বলেই তাঁকে নেওয়া হয়েছে।এই সিদ্ধান্তের পর সৌম্য প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করেন এবং ‘রাপ্পা রায়’ও তার ব্যতিক্রম ছিল না। তিনি জানিয়েছেন, একা তিনি নন, ছবির পরিচালক, চিত্রগ্রাহক সহ আরও অনেকেরই বদল হয়েছে। তবে তিনি ধীমান বর্মনকে শুভকামনা জানিয়েছেন।

পোড়া জায়গায় ওষুধের থেকেও দ্রুত কাজ করবে এই শাকের রস

অর্পণ ঘোষালও জানিয়েছেন, তিনি এই চরিত্রটি নিয়ে খুব খুশি, কারণ বাঙালি হিসেবে গোয়েন্দার চরিত্রে অভিনয়ের স্বপ্ন অনেকেরই থাকে। যদিও, তিনি এই চরিত্রটি ভালভাবে বোঝার জন্য কমিকটি পড়ার সময় পাননি। তবে পরিচালক ধীমান এবং প্রান্তিক গায়েনের উপর তাঁর পূর্ণ নির্ভরতা রয়েছে।অর্পণ ঘোষাল তার ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যেমন ‘ডোডোদা’, ‘গভীর জলের মাছ’, ‘রাজা রানি রোমিও’, ‘বসন্ত এসে গেছে’ সিরিজে। তবে গোয়েন্দা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর জন্য নতুন।এখন দেখার বিষয় হবে, পরিচালক ধীমান বর্মন এবং প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে বদল হওয়া এই চরিত্রটি দর্শকদের কীভাবে গ্রহণ করে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর