ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : দশমীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের, এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায় রবিবার রাতে।
ভারত বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বেশি ভাত খান কোন দেশ ? জানেন কি
কি জানিয়েছে পুলিশ
পুলিশ জানিয়েছে, মৃত তিন যুবকের বাড়ি ইসলামপুর ও চোপড়া থানা এলাকার। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ইসলামপুর এলাকার তিন যুবক চোপড়া এলাকায় পুজো দেখতে গিয়েছিলেন। অপরদিকে, চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকে তিন যুবক ইসলামপুরে পুজো দেখতে আসেন।দুটি বাইকে মোট ছয়জন আরোহী ছিলেন। পুজো দেখতে গিয়ে দুটি বাইকের সংঘর্ষ ঘটে, যার ফলে সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা এবং ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে, সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।নিহতদের মধ্যে একজনের নাম প্রত্যুষ দাস (১৮)। তার দাদা জানান, “বাইকে করে আমার ভাই আরও দুজনের সঙ্গে ইসলামপুরে পুজো দেখতে এসেছিল। কিছুক্ষণ পরেই ফোনে দুর্ঘটনার খবর পাই। গিয়ে দেখি আমার ভাইসহ তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলেন।”
মঙ্গলের বাসযোগ্যতার রহস্য এক নতুন তথ্যের মাধ্যমে উন্মোচন!
অন্য এক যুবক মিঠুনের পরিবারের সদস্যরা জানান, তিনি পুজো উপলক্ষে দোকান বন্ধ রেখে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনার সময় তার সঙ্গীরা আগে থেকেই বাইকে ছিলেন, তাই তিনি যেতে পারেননি। কিছুক্ষণ পরেই দুর্ঘটনার খবর পান পরিবারের সদস্যরা।