-ma-flyover-due-to-chinese-manja

ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর :কলকাতার মা উড়ালপুলে আবারও চিনা মাঞ্জার কারণে রক্ত ঝরল। এই ঘটনার শিকার হয়েছেন এক পুলিশকর্মী, যিনি বাইক চালাচ্ছিলেন। রবিবার বিকেলে, শাহনওয়াজ আলি নামের ওই পুলিশকর্মী পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে বাইকে ছিলেন একজন সঙ্গী। মা উড়ালপুলে পৌঁছানোর পর আচমকাই চিনা মাঞ্জার একটি সুতো তার কপালে লাগে, যার ফলে কপাল কেটে রক্তক্ষরণ শুরু হয়।

‘আকাশে হেঁটে’ রেকর্ড গড়লেন জান রুজ ৪৭ মিনিটে এশিয়া থেকে ইউরোপ!

কপাল কাটল পুলিশকর্মীর

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ।নিহত ৫১, আহত ২০

দুর্ঘটনার পর শাহনওয়াজ দ্রুত বাইক দাঁড় করান। আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখে ছুটে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহত পুলিশকর্মীকে চিত্তরঞ্জন মেজিক্যাল কলেজে ভর্তি করা হয়।

পুজোর আগে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে, বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর অভিযোগ

মা উড়ালপুল, কলকাতা শহরের দীর্ঘতম উড়ালপুল, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। কিন্তু সেখানে চিনা মাঞ্জার সুতো প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর আগেও এই উড়ালপুলে চিনা মাঞ্জার কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর